TRENDING:

KIFF 2023: সলমন-মহেশের মাঝে দাঁড়িয়ে নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী স্বয়ং, তারকাখচিত মঞ্চে উচ্ছ্বসিত মমতা

Last Updated:

29th Kolkata International Film Festival 2023: শুরু থেকেই উচ্ছ্বাসের আমেজ উদ্বোধনী অনুষ্ঠানে। অরিজিৎ সিংয়ের কণ্ঠে অনুষ্ঠানের থিম সংয়ে মেতে উঠেছেন অতিথিরাও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২৯-এ পা দিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বলিউড থেকে টলিউড, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ঘড়ির কাঁটা ধরে শুরু হল অনুষ্ঠান।
সলমন খান এবং মহেশ ভাটের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়
সলমন খান এবং মহেশ ভাটের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement

শুরু থেকেই উচ্ছ্বাসের আমেজ উদ্বোধনী অনুষ্ঠানে। অরিজিৎ সিংয়ের কণ্ঠে অনুষ্ঠানের থিম সংয়ে মেতে উঠেছেন অতিথিরাও। সেই আনন্দ-আগ্রহ দুই সঞ্চালক জুন মালিয়া এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়ের চোখ এড়ায়নি।  তাঁদের অনুরোধেই সেই গানে মঞ্চে নেচে উঠলেন সলমন খান, অনিল কাপুর, মহেশ ভাট এবং সোনাক্ষী সিনহারা। হাসিমুখে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এ হেন দৃশ্য বিরল।

advertisement

আরও পড়ুন: কলকাতায় ছবির উৎসবে সাবিত্রীর সঙ্গে সাক্ষাৎ সলমনের, হাত মিলিয়ে শ্রদ্ধা বলি তারকার

আরও পড়ুন: সলমন খানকে স্বাগত জানাবেন সুপারস্টার দেব, ‘বাংলার মাটি বাংলার জল’ গান দিয়ে ফিল্ম ফেস্টিভ্যালের অনুষ্ঠান শুরু

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সিগনেচার ফিল্মের মূল ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ছবিটি পরিচালনা করেছেন প্রেমেন্দু বিকাশ চাকী। থিম সং গেয়েছেন অরিজিৎ সিং। কথা লিখেছেন শ্রীজাত এবং সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন ইন্দ্রজিৎ দাশগুপ্ত।

বাংলা খবর/ খবর/বিনোদন/
KIFF 2023: সলমন-মহেশের মাঝে দাঁড়িয়ে নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী স্বয়ং, তারকাখচিত মঞ্চে উচ্ছ্বসিত মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল