আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব। উৎসবের উদ্বোধন হবে প্রতিবারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই। এবারের চলচ্চিত্র উৎসবে শ্রদ্ধা জানানো হবে সদ্য প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়কে। তরুণ মজুমদার পরিচালিত অভিষেকের প্রথম অভিনীত ছবি পথভোলা-কে প্রদর্শিত হবে।
advertisement
এছাড়াও স্বাতীলেখা সেনগুপ্ত, বুদ্ধদেব দাশগুপ্ত, দিলীপ কুমার, সুমিত্রা ভাবে, জাঁ পল বেলমন্ডোকেও শ্রদ্ধা জানানো হবে। বিশেষ শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে সত্যজিৎ রায়কে। সত্যজিৎ রায়ের তৈরি ছবি ও তাঁকে নিয়ে তৈরি ছবিও দেখানো হবে।
প্রসঙ্গত, ৭ দিন ধরে কলকাতার ১০টি প্রেক্ষাগৃহে এই উৎসব চলবে। মোট ৪১টি দেশের ১৬০টি ছবি দেখানো হবে। সত্যজিৎ রায়ের ছবিগুলির মধ্যে আছে সতরঞ্জ কি খিলাড়ি, হীরক রাজার দেশে, সোনার কেল্লা, পথের পাঁচালি, পরশ পাথর। উদ্বোধনী অনুষ্ঠান হবে নজরুল মঞ্চে।
