Abhishek Chatterjee : অভিষেকের উপস্থিতি অনুভব করেন তাঁর স্ত্রী! কী ভাবে? সেই ঘটনাই লম্বা পোস্টে জানালেন সংযুক্তা

Last Updated:

Abhishek Chatterjee : একটি পোস্টে সকলকে অবাক করে দিলেন তিনি। পাশাপাশি জানালেন অভিষেক চলে গেলেও তাঁর উপস্থিতি সব সময়ে অনুভব করেন তিনি।

Abhishek Chatterjee
Abhishek Chatterjee
#কলকাতা: হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে চলে গিয়েছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। এক সময়ে টলিউডে বহু ছবিতে কাজ করেছিলেন। তবে এক রিয়্যালিটি শোয়ে আক্ষেপ করে বলেছিলেন যে, বহু ছবি থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু শেষ ছবির জন্য বিশেষ ভাবে সম্মানিত হলেন অভিষেক। তাঁর শেষ ছবি রাণা বন্দ্যোপাধ্যায় পরিচালিত 'পঞ্চভূজ'।
পোর্ট ব্লেয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবিতে সেরা অভিনেতার পুরস্কার পেলেন অভিষেক (Abhishek Chatterjee)। তাঁর হয়ে এই পুরস্কার গ্রহণ করলেন স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়। আর তার পরেই একটি পোস্টে সকলকে অবাক করে দিলেন তিনি। পাশাপাশি জানালেন অভিষেক চলে গেলেও তাঁর উপস্থিতি সব সময়ে অনুভব করেন তিনি।
সংযুক্তা লিখছেন, "অভিষেকের (Abhishek Chatterjee) শেষ ছবি 'পঞ্চভূজ' এর এই পুরস্কার বাড়িতে নিয়ে এলাম। এই ছবিতে অভিনয় করে পোর্ট ব্লেয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার সম্মান পেয়েছে অভিষেক। ছবির পরিচালক রাণা বন্দ্যোপাধ্যায়। প্রযোজক সৌমেন চট্টোপাধ্যায়।"
advertisement
advertisement
এর পরেই সংযুক্তা জানাচ্ছেন, কীভাবে অভিষেকের উপস্থিতি তিনি অনুভব করেন। তিনি লিখছেন, "আমি বারবার বলছিলাম আমি অভিষেকের উপস্থিতি অনুভব করতে পারি প্রতিটা সময়ে। আর এবার এই ঘটনাটা শুনুন। কয়েকটা নম্বর এর প্রয়োজন ছিল। তাই অভিষেকের ফোন ঘাঁটছিলাম। কিন্তু ভুলবশত আঙুল লেগে ফোন চলে যায় রাণাদার কাছে। কীভাবে সত্যি জানি না। আমি জানতাম না অভিষেকের শেষ ছবি ওনার পরিচালিত।"
advertisement
সংযুক্তা আরও লিখছেন, "সঙ্গে সঙ্গে রাণাদা ছবিটির কথা বললেন এবং অভিষেকের হয়ে আমায় ওর পুরস্কার সংগ্রহ করতে বললেন। অভিষেকই কোনও ভাবে আমাকে দিয়ে এই ফোনটা করিয়ে নিল।‌ এই ছবিতে ওর সংলাপগুলো কী অসাধারণ! সকলের গায়ে কাঁটা দেবে। মৃত্যু নিয়ে এবং আত্মা নিয়ে প্রচুর সংলাপ রয়েছে। যেন আগে থেকেই সব তা জানতো।"
advertisement
প্রসঙ্গত, গত ২৪ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Abhishek Chatterjee : অভিষেকের উপস্থিতি অনুভব করেন তাঁর স্ত্রী! কী ভাবে? সেই ঘটনাই লম্বা পোস্টে জানালেন সংযুক্তা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement