Abhishek Chatterjee : নতুন ক্লাস শুরু, মনে পড়ছে বাবাকে! অভিষেকের মেয়ের পোস্ট দেখে আবেগে ভাসছে নেটিজেন

Last Updated:

Abhishek Chatterjee : ছবিতে দেখা যাচ্ছে অভিষেকের একটি বড় ছবিকে জড়িয়ে আছে সাইনা। পরনে স্কুল ইউনিফর্ম।

অভিষেকের মেয়ের পোস্ট দেখে আবেগে ভাসছে নেটিজেন
অভিষেকের মেয়ের পোস্ট দেখে আবেগে ভাসছে নেটিজেন
#কলকাতা: হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে চলে গিয়েছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। ৫৮ বছর বয়সি অভিনেতার মৃত্যুতে এখনও শোকাচ্ছন্ন তাঁর অনুরাগীরা। তবে এই শোক সারাজীবন বয়ে নিয়ে বেড়াতে হবে অভিষেকের স্ত্রী ও মেয়েকে। কিছুদিন আগেই অভিষেকের অ্যাকাউন্ট থেকেই একটি লম্বা পোস্ট করেছিলেন তাঁর স্ত্রী সংযুক্তা। এবার অভিষেকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আবেগঘন পোস্ট করল তাঁর মেয়ে সাইনা।
ছবিতে দেখা যাচ্ছে অভিষেকের একটি বড় ছবিকে জড়িয়ে আছে সাইনা। পরনে স্কুল ইউনিফর্ম। আজ তাঁর সপ্তম শ্রেণির প্রথম ক্লাস স্কুলে। তাই স্কুলে যাওয়ার আগে বাবার থেকে আশীর্বাদ চাইছে সাইনা। এই ছবি দেখে মন ভার হয়েছে নেটিজেনের।
এই পোস্টে সাইনা লিখছে, "আমার প্রিয় বাবা। আজ আমার সপ্তম শ্রেণির প্রথম দিন। তাই তোমার থেকে আশীর্বাদ চাই। আমি জানি, তুমি সব সময় আমার সঙ্গে আছ। তোমার ভালবাসার, ডল (সাইনার ডাক নাম)।" সংযুক্তা সেই পোস্টে লিখছেন, "আমাদের মেয়ে ডল সপ্তম শ্রেণি শুরু করছে আজ। ওকে সবাই অনেক আশীর্বাদ করবেন।"
advertisement
advertisement
কিছুদিন আগেই সংযুক্তা মুখ খুলেছিলেন অভিষেকের (Abhishek Chatterjee) ব্যাপারে কিছু ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এই বলে। তিনি লিখেছিলেন, "সোশ্যাল মিডিয়ায় কিছু ভুল খবর ঘুরছে। সেগুলি থেকে দূরে থাকতেও অনুরোধ করছি। খুব ভাল মনের একজন মানুষ অভিষেক তাঁর পরিবারকে ছেড়ে চলে গিয়েছে। কিন্তু পরিবারকে আর্থিক ভাবে সুরক্ষিত রেখে গিয়েছে। ওর কাছে পরিবারই সব ছিল। আমাদের যাতে কোনও অসুবিধা না হয় সেই দিকে ও খেয়াল রাখত। এমনকি ও না থাকলেও যাতে আমরা ভাল থাকি সেদিকটাও দেখেছে।"
advertisement
এমন খবরও ছড়ায় যে অভিষেককে (Abhishek Chatterjee) নাকি তাঁর সহ অভিনেতারা আর্থিক সাহায্য করেছেন। এই বিষয় সংযুক্তা লিখেছিলেন, "ওর মধ্যে খুব নীতিবোধ ছিল এবং কারও কাছে কিছুর জন্য হাত পাতেনি। তাই ওর মূল্যবোধকে একটু শ্রদ্ধা জানাই চলুন। অভিষেকের অনুগ্রহে আমিও আর্থিক ভাবে নিরাপদ একজন মহিলা। আমি ইংল্যান্ডের এক সংস্থায় কাজ করি। অভিষেকের আত্মার শান্তির জন্য আমি নিশ্চিত করে বলছি, কোনও সহ অভিনেতার থেকে আমরা কোনও আর্থিক সাহায্য নিইনি। এগুলি ভুল খবর। কেউ আমাদের আর্থিক সাহায্য করেনি। অভিষেক চট্টোপাধ্যায়ের পরিবারের কোনও আর্থিক সাহায্যের প্রয়োজন নেই। এগুলি সম্পূর্ণ ভুয়ো খবর। এগুলিতে ওঁর আত্মা কষ্ট পাবে। তাই দয়া করে ওর মূল্যবোধকে শ্রদ্ধা করি এবং সেভাবেই ওকে যেন আমরা মনে রাখি।"
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Abhishek Chatterjee : নতুন ক্লাস শুরু, মনে পড়ছে বাবাকে! অভিষেকের মেয়ের পোস্ট দেখে আবেগে ভাসছে নেটিজেন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement