প্রত্যেক বারের মতোই এবারও তারকাদের মেলা বসেছিল এই চলচ্চিত্র উৎসবে। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঞ্চালনার দায়িত্বে ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও জুন মালিয়া। মঞ্চে উপস্থিত ছিলেন মাধবী মুখোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, ইন্দ্রনীল সেন, সন্দীপ রায়, গৌতম ঘোষ, হরনাথ চক্রবর্তী, নুসরত জাহান, দেব, পাওলি দাম, রাজ চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, সায়নী ঘোষ, সহ আরও অনেকে।
advertisement
মুখ্যমন্ত্রী প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। এবছরের চলচ্চিত্র উৎসবে ৪০ টি দেশের ১৬৩ টি ছবি দেখানোর কথা। ১ মে পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। এবারের উৎসবের কেন্দ্রীয় দেশ হিসেবে রয়েছে ফিনল্যান্ড। তাদের মোট ৭টি ছবি দেখানো হবে। শতবর্ষ। ৭ দিন ধরে কলকাতার ১০টি প্রেক্ষাগৃহে এই উৎসব চলবে।
আরও পড়ুন- শাহরুখের বাড়ি 'মন্নত'-এ বড় পরিবর্তন! সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল
চলচ্চিত্রের সঙ্গে সংযুক্ত শিল্পী যাঁরা গত বছরে প্রয়াত হয়েছেন তাঁদের শ্রদ্ধা জানানো হবে। তাঁদের মধ্যে আছেন দিলীপ কুমার, সন্ধ্যা মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, বাপ্পি লাহিড়ী, স্বাতীলেখা সেনগুপ্ত, অভিষেক চট্টোপাধ্যায়। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখা হচ্ছে সত্যজিৎ রায়ের ছবি অরণ্যের দিনরাত্রি। ১ মে সমাপ্তি অনুষ্ঠান হবে রবীন্দ্রসদনে।