চুলে দিয়েছেন চাইনিজ ছাট। হাওয়ায় চুল উড়ে উড়ে সারা মুখে আলতো করে ছুঁয়ে যাচ্ছে। সবুজ ঢেউয়ের মতো পোশাক শরীরে ভেসে ভেসে বেড়াচ্ছে। ফোটোশ্যুটের জন্য পোজ দিচ্ছেন বলি তারকা। সেটিরই বিটিএস ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী কিয়ারা।
তাঁর পরনে আছে চকমকে সবুজ ব্রালেট। সঙ্গে মানানসই চাপা স্কার্ট। তবে কিয়ারার এই নতুন লুকে তাঁকে অনেকটা এষা দেওলের মতো লাগছে বলে মনে করছেন কেউ কেউ। মন্তব্য বাক্সে সে কথা লিখেছেন একাধিক নেটিজেন।
আরও পড়ুন: পাঁচফোড়ন মুর্গি থেকে তোপসে ফ্রাই, পুরনো দিনের বাঙালি খাবারে বাজিমাত বৈদিক ভিলেজের, জানুন পুজোর মেনু
সম্প্রতি দোহা থেকে ঘুরে এলেন কিয়ারা। সেখানে মঞ্চে ‘কবীর সিং’-এর গানে সহ-অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গে নাচ করে এলেন তিনি। একইসঙ্গে শোনা যাচ্ছে, তিনি আলিয়া ভাট এবং রণবীর সিংয়ের সঙ্গে সঞ্চয় লীলা ভন্সালির পরবর্তী ছবি ‘বৈজু বাওরা’তেও দেখা দেবেন। সেই খবরে অবশ্য নির্মাতাদের তরফে কোনও শিলমোহর পড়েনি।