জয়সালমীরের সূর্যগড় প্যালেসে সাতপাক ঘোরেন সিদ্ধার্থ-কিয়ারা। কনের প্রবেশ থেকে শুরু করে মালাবদল, বলিউডের তারকাজুটির বিয়ের বিশেষ মুহর্তগুলি ভেসে উঠল ভিডিওয়। ঝলক মিলল দুর্গের রাজকীয় সাজসজ্জাও।
বিয়ের ভিডিওয় 'শেরশাহ' ছবির 'রাঞ্ঝা' গানটির অন্য একটি সংস্করণ ব্যবহার করা হয়। প্রসঙ্গত, সেই ছবির হাত ধরেই সিদ্ধার্থ-কিয়ারার আলাপ। এর পরেই পর্দার প্রেম গড়ায় বাস্তবে। তাই 'শেরশাহ'-এর গানের সঙ্গেই নিজেদের বিশেষ দিনের স্মৃতি জড়িয়ে রাখলেন তাঁরা।
আরও পড়ুন: আদিলের জন্যই নাকি মারা গিয়েছেন তাঁর মা! কলহের পরেই গ্রেফতার রাখির স্বামী?
আরও পড়ুন: গয়না নিয়ে চম্পট! প্রেমিকার সঙ্গে হোটেলে স্বামীর ছবি, বুক চাপড়ে কান্না রাখির
সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের ঝলক দেখে মুগ্ধ তাঁদের অনুরাগীরা। নবদম্পতিকে আরও একবার শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।
জানা গিয়েছে, জুহুতে সমুদ্রের সামনে একটি অ্যাপার্টমেন্ট কিনতে পারেন সিদ্ধার্থ-কিয়ারা। তিন হাজার ৫০০ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত হবে তাঁদের নতুন ঠিকানা। সেটির দাম ৭০ কোটি টাকা। তবে এখনই কথা পাকা হয়নি। আরও বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট দেখে তবেই সিদ্ধান্ত নেবেন নবদম্পতি।
আপাতত রিসেপশনের তোড়জোড় নিয়ে ব্যস্ত তাঁরা। জানা গিয়েছে, ১২ ফেব্রুয়ারি একটি পার্টি দেবেন সিদ্ধার্থ-কিয়ারা। তাঁদের অতিথি তালিকায় থাকবেন বলিউডের তাবড় সব তারকারা।