কেজিএফ খ্যাত তারকা মৃত তিন যুবকের পরিবারের সঙ্গে দেখা করার পর মিডিয়ার সঙ্গে কথা বলেন। ভক্তদের সঙ্গে হওয়া দুর্ভাগ্যজনক ঘটনায় মর্মাহত যশ। ভবিষ্যতে জন্মদিন পালন করতে তাঁর ভয় লাগবে বলে জানালেন অভিনেতা।
advertisement
তিনি বলেন,‘‘যদি সত্যিই আমাকে আপনারা মন থেকে শুভেচ্ছা জানাতে চান, তাহলে যে কোনও স্থান থেকেই তা করতে পারবেন। সেটাই আমার জন্য সবচেয়ে ভাল হবে। এই মর্মান্তিক ঘটনা পর জন্মদিন এলেই আমার ভয় লাগবে। এই ভাবে ভালবাসা দেখাবেন না।’’
কন্নড় অভিনেতা এদিন ভক্তদের তাঁর জন্মদিনে ব্যানার লাগাতে বারণও করেন। সিনেমার অনুকরণে বাইকের পেছনে ধাওয়া করা বা মারাত্মক ভাবে সেলফি তোলার মত কাজ না করতেও অনুরোধ করলেন তিনি। ‘‘বাড়িতে তোমার জন্য তোমার মা বাবা অপেক্ষা করছে, মনে রেখো।’’ ভক্তদের কাছে অনুরোধ যশের। ‘‘যদি তুমি আমাকে ভালবাসে, তাহলে প্রথমে দায়িত্ববান হও’’, ভক্তদের উদ্দেশ্যে নির্দেশ যশের।