TRENDING:

KGF actor Yash: জন্মদিন এলেই ভয় এবার করবে! তিন ভক্তের মর্মান্তিক পরিণতির পর কী বললেন কেজিএফ তারকা যশ

Last Updated:

মৃত ওই তিন যুবকের পরিবারের সঙ্গে দেখা করলেন তারকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেজিএফ অভিনেতা যশের জন্মদিনে ঘটেছিল মর্মান্তিক ঘটনা। প্রিয় তারকার জন্মদিনে তাঁর ছবিরই ব‍্যানার লাগাতে গিয়ে বিদ‍্যুত্‍পৃষ্ঠ হয়ে মারা যায় তিন ভক্ত। এবার মৃত ওই তিন যুবকের পরিবারের সঙ্গে দেখা করলেন তারকা।
জন্মদিন এলেই ভয় করবে যশের! তিন ভক্তের মর্মান্তিক পরিণতির পর কী বললেন কেজিএফ তারকা
জন্মদিন এলেই ভয় করবে যশের! তিন ভক্তের মর্মান্তিক পরিণতির পর কী বললেন কেজিএফ তারকা
advertisement

কেজিএফ খ‍্যাত তারকা মৃত তিন যুবকের পরিবারের সঙ্গে দেখা করার পর মিডিয়ার সঙ্গে কথা বলেন। ভক্তদের সঙ্গে হওয়া দুর্ভাগ‍্যজনক ঘটনায় মর্মাহত যশ। ভবিষ‍্যতে জন্মদিন পালন করতে তাঁর ভয় লাগবে বলে জানালেন অভিনেতা।

আরও পড়ুন: ‘আমি গ‍্যাংস্টারদের আদর্শ’, অভিনেতা নাকি সত‍্যিকারের গ‍্যাংস্টার? এ কী বললেন ‘গ‍্যাংস অফ ওয়াসেপুর’ খ‍্যাত পঙ্কজ?

advertisement

তিনি বলেন,‘‘যদি সত‍্যিই আমাকে আপনারা মন থেকে শুভেচ্ছা জানাতে চান, তাহলে যে কোনও স্থান থেকেই তা করতে পারবেন। সেটাই আমার জন‍্য সবচেয়ে ভাল হবে। এই মর্মান্তিক ঘটনা পর জন্মদিন এলেই আমার ভয় লাগবে। এই ভাবে ভালবাসা দেখাবেন না।’’

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

কন্নড় অভিনেতা এদিন ভক্তদের তাঁর জন্মদিনে ব‍্যানার লাগাতে বারণও করেন। সিনেমার অনুকরণে বাইকের পেছনে ধাওয়া করা বা মারাত্মক ভাবে সেলফি তোলার মত কাজ না করতেও অনুরোধ করলেন তিনি। ‘‘বাড়িতে তোমার জন‍্য তোমার মা বাবা অপেক্ষা করছে, মনে রেখো।’’ ভক্তদের কাছে অনুরোধ যশের। ‘‘যদি তুমি আমাকে ভালবাসে, তাহলে প্রথমে দায়িত্ববান হও’’, ভক্তদের উদ্দেশ‍্যে নির্দেশ যশের।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
KGF actor Yash: জন্মদিন এলেই ভয় এবার করবে! তিন ভক্তের মর্মান্তিক পরিণতির পর কী বললেন কেজিএফ তারকা যশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল