TRENDING:

KBC 15 Amitabh Bachchan: 'অপারেশন সিঁদুর'-এ নজর কেড়েছিলেন সোফিয়া-ব্যোমিকা, ভারতীয় সেনার বীরাঙ্গনারা এবার অমিতাভের KBC-তে! শুরু বিতর্ক

Last Updated:

KBC 15 Amitabh Bachchan: এই বিশেষ পর্বের প্রোমোতে অমিতাভ বচ্চনকে অতিথিদের স্বাগত জানানোর সময় দর্শকদের সঙ্গে 'ভারত মাতা কি জয়' ধ্বনি দিতেও দেখা যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চে এবার নজর কাড়বেন ভারতীয় সেনার আধিকারিকেরা। তবে তাই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ১৭তম সিজন নিয়ে ছোট পর্দায় ফিরেছেন অমিতাভ বচ্চন।
কেবিসি-তে ভারতীয় সেনারা
কেবিসি-তে ভারতীয় সেনারা
advertisement

স্বাধীনতা দিবস উপলক্ষে শো-টির একটি বিশেষ পর্বে হাজির থাকবেন ভারতীয় সশস্ত্র বাহিনীর তিন সদস্য– কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ব্যোমিকা সিং এবং কমান্ডার প্রেরণা দেওস্থলি। ভারত-পাকিস্তান উত্তেজনার সময় দেশের সুরক্ষায় ‘অপারেশন সিঁদুর’-এর মুখ ছিলেন তাঁরা।

আরও পড়ুন: জানেন ডোনাল্ড ট্রাম্পের কোন সংস্থায় চাকরি করতেন সুস্মিতা? মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ নিয়ে মুখ খুললেন বাঙালি নায়িকা

advertisement

তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল গোটা পর্বে। ‘হট সিট’-এ বসে এই তিন জন অমিতাভ বচ্চনের সঙ্গে ‘অপারেশন সিন্দুর’-এর মতো একটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযানের নানা দিক নিয়ে কথা বলবেন।

এই বিশেষ পর্বের প্রোমোতে অমিতাভ বচ্চনকে অতিথিদের স্বাগত জানানোর সময় দর্শকদের সঙ্গে ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি দিতেও দেখা যায়। জম্মু ও কাশ্মীর-এর পাহালগামে ২৬ জনের মর্মান্তিক মৃত্যুর পর, ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে।

advertisement

আরও পড়ুন: রেলকর্মী ধরলেন মহিলাকে, ‘আপনার ব্যাগে এটা কী?’ লজ্জায় মাথা কাটা যাত্রীর হাউ হাউ কান্না, কেন?

ইতিমধ্যেই প্রকাশ্যে অনুষ্ঠানের প্রকাশ ঝলক। সেখানে শোনা যাচ্ছে সোফিয়া বলেছেন, ‘‘বার বার পাকিস্তান সন্ত্রাসবাদী হামলা করেই চলছিল। একটা জবাব দেওয়ার প্রয়োজন ছিল। সেই জন্য ‘অপারেশন সিঁদুর’-এর প্রয়োজন ছিল।’’ সোফিয়ার কথা শুনেই অমিতাভের কণ্ঠে বার বার ধ্বনিত হয়েছে ‘বন্দেমাতরম’।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
KBC 15 Amitabh Bachchan: 'অপারেশন সিঁদুর'-এ নজর কেড়েছিলেন সোফিয়া-ব্যোমিকা, ভারতীয় সেনার বীরাঙ্গনারা এবার অমিতাভের KBC-তে! শুরু বিতর্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল