TRENDING:

Mrinal Sen Birth Centenary : শতবর্ষে মৃণাল সেনকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘পালান’, খুশি মৃণালপুত্র কুণাল

Last Updated:

Mrinal Sen Birth Centenary : প্রসঙ্গত ১৯৮২ সালে মৃণাল সেন পরিচালিত ‘খারিজ’ (Kharij) আবর্তিত হয়েছিল যে বালক পরিচারকের রহস্যমৃত্যু ঘিরে, তার নামই ছিল পালান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ‘খারিজ’-এর পালানকে দিয়েই মৃণাল সেনের শতবর্ষে বরেণ্য পরিচালককে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন (Mrinal Sen birth centenary) কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)৷ তিনি ছবির নাম রেখেছেন ‘পালান’ (Palan)৷ প্রসঙ্গত ১৯৮২ সালে মৃণাল সেন পরিচালিত ‘খারিজ’ (Kharij) আবর্তিত হয়েছিল যে বালক পরিচারকের রহস্যমৃত্যু ঘিরে, তার নামই ছিল পালান৷
আগামী বছর, মৃণাল সেনের শতবর্ষেই ‘পালান’ মুক্তি পাওয়ার কথা
আগামী বছর, মৃণাল সেনের শতবর্ষেই ‘পালান’ মুক্তি পাওয়ার কথা
advertisement

কৌশিক গঙ্গোপাধ্যায়ের আসন্ন এই ছবির কথা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন মৃণালপুত্র কুণাল সেন৷ তিনি লিখেছেন, শুক্রবারই তিনি জানতে পেরেছেন কৌশিক গঙ্গোপাধ্যায় ‘পালান’ ছবি করবেন বলে ঘোষণা করেছেন৷ কুণাল আরও সংযোজন করেছেন যে আজ থেকে চার দশক আগে ‘খারিজ’ ছবির মূল চরিত্রাভিনেতা অর্থাৎ অঞ্জন দত্ত এবং মমতাশঙ্করকে দেখা যাবে ‘পালান’-এও৷ চল্লিশ বছর পেরিয়ে এসে এখানেও তাঁরা মধ্যবিত্ত দম্পতি৷ শ্রীলা মজুমদার থাকবেন তাঁদের প্রতিবেশী হয়ে৷ যেমন ছিলেন আটের দশকের ‘খারিজ’ ছবিতে৷

advertisement

খারিজ-এ শ্রীলার নাম হয়েছিল শ্রীজা৷ প্রসঙ্গত উল্লেখ্য, মূল কুশীলবদের নামও অপরিবর্তিত রেখেছিলেন পরিচালক৷ অঞ্জন দত্ত হয়েছিলেন অঞ্জন সেন৷ তাঁর স্ত্রী মমতা সেনের ভূমিকা রূপায়িত করেছিলেন মমতাশঙ্কর৷ তাঁদের ছোট্ট ছেলের ভূমিকায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন ইন্দ্রনীল মৈত্র৷ তার ডাকনাম ‘পুপাই’-ই হয়ে উঠেছিল চরিত্রের নাম৷

আরও পড়ুন : এপ্রিল ফুল-এর আগেই উরিবাবায় হাজির তিন আহাম্মক, তাঁদের সঙ্গে আবার পা দিন একুশে

advertisement

পুপাইকে নিয়ে তার বাবা মায়ের সেই নাগরিক অণু পরিবারে গ্রাম থেকে কাজ করতে এসেছিল পালান নামের এক বালক পরিচারক৷ রাতে তার ঘুমনোর জায়গা ছিল রান্নাঘর৷ শীতের রাতে বন্ধ রান্নাঘরে নিভু নিভু উনুনের আঁচের পাশে সে ঘুমিয়েছিল৷ পর দিন সকালে উদ্ধার হয়েছিল পালানের নিথর দেহ৷ ময়নাতদন্তে জানা যায় কার্বন মনোক্সাইডের বিষক্রিয়াই তার মৃত্যুর কারণ৷

advertisement

আরও পড়ুন : চকোলেটে ছিল অসম্ভব দুর্বলতা, লতা মঙ্গেশকরের অক্ষর পরিচয় হয়েছিল বাড়ির কিশোর পরিচারকের কাছে

এই মৃত্যুকে ঘিরেই পরতে পরতে বেরিয়ে আসে তথাকথিত শিক্ষিত ও মধ্যবিত্ত সমাজের বিবর্ণ কঙ্কালসার চেহারা৷ সমালোচক মহলে উচ্চ প্রশংসিত ‘খারিজ’ ভূষিত হয় জাতীয় ও আন্তর্জাতিক একাধিক সম্মানে৷ সেগুলির মধ্যে অন্যতম কান চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কার এবং ভাল্লাডোলিড চলচ্চিত্র উৎসবে শীর্ষ পুরস্কার৷

advertisement

আরও পড়ুন : ছায়াসঙ্গী ছিল ক্যামেরা, আলোকচিত্রী হিসেবেও সিদ্ধহস্ত ছিলেন কিন্নরকণ্ঠী লতা

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

‘খারিজ’-এর অনুসরণে তৈরি হতে চলা কৌশিকের শ্রদ্ধার্ঘ্যছবি ‘পালান’-এর পটভূমি নিয়ে তিনি বেশি কিছু জানেন না বলে লিখেছেন মৃণালতনয়৷ তবে তিনি যে পটভূমি নিয়ে জানতে আগ্রহী, সে কথাও জানিয়েছেন এই প্রবাসী৷ আগামী বছর, মৃণাল সেনের শতবর্ষেই ‘পালান’ মুক্তি পাওয়ার কথা৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mrinal Sen Birth Centenary : শতবর্ষে মৃণাল সেনকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘পালান’, খুশি মৃণালপুত্র কুণাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল