ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন দুই বাংলার তিন শিল্পী। যাদের জীবনের গল্প বলবে ‘ফ্ল্যাশব্যাক’। ছবিতে অঞ্জনের চরিত্রে দেখা যাবে কৌশিককে। মঞ্চ নাটকের এক সময়ের স্বনামধন্য ব্যক্তিত্ব অঞ্জন। অনেকদিন আগেই সব ছেড়ে খানিকটা অদৃশ্যই তিনি। এখনও অঞ্জন অভিনয় করেন, তবে মঞ্চে কিংবা পর্দায় নয়, বাস্তবে। অন্যদিকে ছবিতে ডিকে চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌরভ। এক ভবঘুরে চরিত্রে দেখা যায় তাঁকে। অন্যদিকে ছবির আরও এক প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শবনম বুবলী৷ পেশায় একজন ফিল্ম মেকার। তিনজন ভিন্ন চরিত্রের হলেও জীবনের চলার পথে দেখা হয় এই তিনজনের। পাহাড়ের প্রেক্ষাপটে তাদের দিন সিনেমার চিত্রনাট্যের চেয়েও রোমাঞ্চকর হয়ে ওঠে। জীবনের খেলায় কোনদিকে যাবে ছবির মোড়?
advertisement
কলকাতায় ইতিমধ্যেই ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। ছবির অনেকটা অংশ শ্যুট হবে উত্তরবঙ্গের পাহাড়ে। পরিচালক রাশেদ রাহা বলেন, ‘‘কৌশিক গঙ্গোপাধ্যায় তো অনবদ্য অভিনেতা বটেই। অন্যদিকে সৌরভ ও শবনম বুবলীও অসাধারণ। ছবিতে আরও কয়েকজন নামকরা অভিনেতা অভিনেত্রী গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। ছবিটি মুক্তি পাবে নারায়ন চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুনের প্রযোজনাতে ‘এ ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট’ ও ‘বিগ আর এন্টারটেইনমেন্ট’-এর ব্যানারে।
আরও পড়ুন: শীতে ওষুধ ছাড়াই কমবে যন্ত্রণা! এই কয়েকটি সহজ নিয়মেই মসৃণ হবে জীবন, চিকিৎসকের কথা শুনে নিন
ছবিতে বেশ কয়েকটি গান রয়েছে, যেখানে বেশ কিছু জনপ্রিয় শিল্পীকে দেখা যাবে। চলতি বছরে বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।