এমনই প্রবাসে থাকা মানুষগুলোর গল্প ও জীবনযাপন উঠে এসেছে 'আরো এক পৃথিবী'তে। যেখানে কেন্দ্রীয় চরিত্র প্রতীক্ষা ভারতবর্ষ থেকে লন্ডনে পাড়ি দেয় তাঁর স্বামীকে খুঁজতে। আর তাঁকে খুঁজতে গিয়ে মুখোমুখি হয় একের পর এক মানুষের যারা প্রতীক্ষার এই খোঁজটাকে নানা ভাবে প্রভাবিত করে। এইসবের মধ্যে দিয়ে প্রতীক্ষার জীবনে এক পরিবর্তন আসে। কী সেই পরিবর্তন? আর কী ভাবেই বা সেই পরিবর্তন এল মেয়েটির জীবনে? এই নিয়ে ক্লাইম্যাক্সে থাকছে এক মোচড়।
advertisement
আরও পড়ুন: 'বাংলা বলে নয়, যে-ছবি ইচ্ছে দেখুন', পাঠান ও বাংলা ছবি বিতর্কে চিন্তিত নন অঞ্জন
আরও পড়ুন: বাংলা ছবি কবে পাবে পাঠানের মতো সাফল্য, ‘নেটওয়ার্ক’ সমস্যার কথা তুললেন অঞ্জন
ছবিতে অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়,সাহেব ভট্টাচার্য, অনিন্দিতা বসু ও তাসনিয়া ফারিন-এর মতো শিল্পরা। চিত্রনাট্যর দাবি মেনে ছবিতে সঙ্গীত এসেছে একেবারে অন্য আঙ্গিকে। সুরকার দেবজ্যোতি মিশ্র অন্য ধরনের সাউন্ড স্কেপ ব্যবহার করেছেন এই ছবিতে। ছবির বড় সম্পদ একদিকে যেমন কৌশিক গঙ্গোপাধ্যায়ের অভিনয়। অন্যদিকে, বাংলাদেশের অভিনেত্রী তাসনিয়া ফারিনের উপস্থিতিও অন্যতম আকর্ষন।
তাসনিয়ার উপস্থিতি কোথাও যেন প্রতীক্ষার সবটা বলে দেয়। এক্ষেত্রে অভিনেতা বাছাইয়ে অতনু ঘোষের দূরদৃষ্টির প্রশংসা না করলেই নয়। তাসনিয়াকে আগেও এ দেশের দর্শক ' কারাগার' ওয়েব সিরিজে দেখেছে।
লন্ডনে থাকা প্রবাসী বাঙালিদের এক বাস্তব চিত্র তুলে ধরবে 'আরো এক পৃথিবী'। বাকিটা বক্স অফিস বলবে।