জি বাংলার আসন্ন ধারাবাহিক ফুলকির ট্রেলারের অভিনেত্রীকে ইতিমধ্যেই দেখা গিয়েছে নতুন রূপে। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা চলছে। কিছুদিন আগে তাঁর এবং আদৃতের সম্পর্ক নিয়ে টলিপাড়ায় উঠে গুঞ্জন। তার পর থেকেই তাঁকে নানা কটূক্তির শিকার হতে হয়।
আরও পড়ুন: সম্পর্ক ভাঙাগড়ার গল্পে নীল! জীবনের নতুন পর্ব শুরু করলেন তৃণার স্বামী
advertisement
এত ট্রোলের শিকার হয়ে খারাপ লাগা কাজ করে কি? কৌশাম্বীর উত্তর, “না না, আমি মাথা ঘামাই না। ট্রোলিং সবাইকে নিয়ে হয় । সেটা বাড়িতে সোশ্যাল মিডিয়ায় হতে পারে। তা ছাড়া অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে প্রতিনিয়ত কথা হয়েই থাকে। তবে কারও বক্তব্যের জন্য তো আমার জীবন থেমে থাকবে না। আমার জীবনের সিদ্ধান্ত আমি নেব। দর্শকরা আমাদের কাজ ভালবাসেন। আমাদের পাশে থাকেন। তাঁরা আমাদের কাছে ভগবান। কিন্তু আমার ব্যক্তিগত জীবনটাও তো আমার। এ সব ট্রোলিং, বিতর্ক কোনওটাই আমায় স্পর্শ করতে পারে না।”
আরও পড়ুন: চলে এল শুভক্ষণ, বিয়ের পিঁড়িতে ‘রাতুল-হিয়া’! গাঁটছড়া কবে, মুখ খুলে চমকে দিলেন অনামিকা
মিঠাই শুটিংয়ের মাঝেই কয়েক দিনের ছুটি নিয়ে তিনি মন্দারমনি ঘুরে এসেছেন। বর্তমানে তিনি তার নতুন ধারাবাহিক ফুলকির কাজে ব্যস্ত।