TRENDING:

Bollywood Actress: কত্থক শেখেন প্রিয়াঙ্কার সঙ্গে, সলমনের কথায় 'এই' কাজ করে আজও আফসোস, ক্যাটরিনা মুখ খুলতেই তোলপাড় বলিউড

Last Updated:

Bollywood Actress: ক্যাটরিনা জানিয়েছেন যে আলিয়ার মতো প্রিয়াঙ্কাও তাঁর পূর্বপরিচিত। তাঁদের অনেক আগে থেকেই আলাপ ছিল এবং আলিয়ার মতো প্রিয়াঙ্কার সঙ্গেও এক সময়ে ঘাম ঝরিয়েছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: অনেকেই দুর্নাম দিয়ে থাকেন, এক সফল নায়িকা না কি অন্য সফল নায়িকার বন্ধু কখনওই হয়ে উঠতে পারেন না। ক্যাটরিনা কাইফের কথা উঠলে তা কিন্তু মিথ্যা প্রমাণিত হবে। এক সময়ে আলিয়া ভাট আর তিনি একসঙ্গে জিম করতেন। শোনা যায়, ক্যাটরিনাই না কি তাঁর সেই সময়ের বয়ফ্রেন্ড রণবীর কাপুরের সঙ্গে এক পার্টিতে আলাপ করিয়ে দেন আলিয়ার। তার পরে কী হল, সে এখন আমরা সবাই জানি। তবে, শুধু আলিয়া নন, বলিউডের অন্য নায়িকাদের সঙ্গেও যে বেশ ভাল বন্ধুত্ব, সে কথা মিড ডে-কে এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন ক্যাটরিনা।
ক্যাটরিনা মন খুলতেই বলিউড তোলপাড়
ক্যাটরিনা মন খুলতেই বলিউড তোলপাড়
advertisement

ক্যাটরিনার পরের ছবি জি লে জারা। তাঁর সঙ্গে ছবিতে দেখা যাবে আলিয়া আর প্রিয়াঙ্কা চোপড়াকেও। জিন্দগি না মিলেগি দোবারা-র ফিমেল ভার্সন হতে চলেছে এই ছবি। সে রকমই তিন বন্ধু, তফাতের বদলে এবার তাঁরা নারী। সেই ছবির সূত্রেই ক্যাটরিনা জানিয়েছেন যে আলিয়ার মতো প্রিয়াঙ্কাও তাঁর পূর্বপরিচিত। তাঁদের অনেক আগে থেকেই আলাপ ছিল এবং আলিয়ার মতো প্রিয়াঙ্কার সঙ্গেও এক সময়ে ঘাম ঝরিয়েছেন তিনি।

advertisement

আরও পড়ুন-         মহাশিবরাত্রিতে বিরল কাকতালীয় যোগ! সর্বার্থ সিদ্ধি যোগে প্রসন্ন করুন শিবকে, রাতারাতি ‘ধনী’ হওয়া কেউ আটকাতে পারবে না…!

আরও পড়ুন-        মাত্র ১৯-এ অকালে সব শেষ, লাস্ট পোস্টে কী লিখেছিলেন আমিরের অনস্ক্রিন কন্যা, ভাইরাল হতেই চোখে জল ভক্তদের

উঁহু, এটা জিমের গল্প নয়, বরং কত্থক ক্লাস। “সেই সময়ে আমি হিন্দি শিখছিলাম আর একই সঙ্গে কত্থক ক্লাসেও যোগ দিই। প্রিয়াঙ্কা চোপড়া, লারা দত্তা আর আমি একসঙ্গে কত্থক শিখতাম। রোজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একটা ছোট ঘরে আমাদের তালিম চলত, তাও আবার সেই ঘরে এসি ছিল না”, বলছেন ক্যাটরিনা। এও বলতে ভোলেননি নায়িকা, “আমাদের কত্থক ক্লাসের স্টার ছিল প্রিয়াঙ্কা”।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

এখন সাক্ষাৎকার নেওয়া হচ্ছে ক্যাটরিনার আর সলমন খানের কথা উঠবে না, তা তো আর হতে পারে না। এখানেও উঠেছে, তবে একটু অন্য ভাবে। সব অভিনেতা, অভিনেত্রীর কেরিয়ারেই হিট আর ফ্লপ দুই থাকে। ক্যাটরিনারও আছে। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন নায়িকা, নিউ ইয়র্ক ছবিটা তিনি খুব একটা খুশি মনে করেননি, সলমনই তাঁকে ওটা হাতে নিতে উৎসাহ জুগিয়েছিলেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Actress: কত্থক শেখেন প্রিয়াঙ্কার সঙ্গে, সলমনের কথায় 'এই' কাজ করে আজও আফসোস, ক্যাটরিনা মুখ খুলতেই তোলপাড় বলিউড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল