ক্যাটরিনার পরের ছবি জি লে জারা। তাঁর সঙ্গে ছবিতে দেখা যাবে আলিয়া আর প্রিয়াঙ্কা চোপড়াকেও। জিন্দগি না মিলেগি দোবারা-র ফিমেল ভার্সন হতে চলেছে এই ছবি। সে রকমই তিন বন্ধু, তফাতের বদলে এবার তাঁরা নারী। সেই ছবির সূত্রেই ক্যাটরিনা জানিয়েছেন যে আলিয়ার মতো প্রিয়াঙ্কাও তাঁর পূর্বপরিচিত। তাঁদের অনেক আগে থেকেই আলাপ ছিল এবং আলিয়ার মতো প্রিয়াঙ্কার সঙ্গেও এক সময়ে ঘাম ঝরিয়েছেন তিনি।
advertisement
উঁহু, এটা জিমের গল্প নয়, বরং কত্থক ক্লাস। “সেই সময়ে আমি হিন্দি শিখছিলাম আর একই সঙ্গে কত্থক ক্লাসেও যোগ দিই। প্রিয়াঙ্কা চোপড়া, লারা দত্তা আর আমি একসঙ্গে কত্থক শিখতাম। রোজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একটা ছোট ঘরে আমাদের তালিম চলত, তাও আবার সেই ঘরে এসি ছিল না”, বলছেন ক্যাটরিনা। এও বলতে ভোলেননি নায়িকা, “আমাদের কত্থক ক্লাসের স্টার ছিল প্রিয়াঙ্কা”।
এখন সাক্ষাৎকার নেওয়া হচ্ছে ক্যাটরিনার আর সলমন খানের কথা উঠবে না, তা তো আর হতে পারে না। এখানেও উঠেছে, তবে একটু অন্য ভাবে। সব অভিনেতা, অভিনেত্রীর কেরিয়ারেই হিট আর ফ্লপ দুই থাকে। ক্যাটরিনারও আছে। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন নায়িকা, নিউ ইয়র্ক ছবিটা তিনি খুব একটা খুশি মনে করেননি, সলমনই তাঁকে ওটা হাতে নিতে উৎসাহ জুগিয়েছিলেন।