TRENDING:

সলমনের টিউবলাইট থেকে বাদ, রণবীরের সঙ্গে ফুদ্দু ! জানেন কে?

Last Updated:

এ যেন দড়ি টানাটানি খেলা ৷ আর দড়ির মাঝে সুন্দরী ক্যাটরিনা কাইফ ! আর দড়ি দু’প্রান্তে ? আর কে, একদিকে সলমন ! অন্যদিকে রণবীর কাপুর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এ যেন দড়ি টানাটানি খেলা ৷ আর দড়ির মাঝে সুন্দরী ক্যাটরিনা কাইফ ! আর দড়ি দু’প্রান্তে ? আর কে, একদিকে সলমন ! অন্যদিকে রণবীর কাপুর ৷
advertisement

না কোনও নতুন ছবির গল্প নয়, না কোনও বাস্তব লড়াই ৷ তবে ক্যাটরিনাকে মাঝখানে রেখে দুই ফিল্মি লড়াইয়ে মেতে সল্লু ও রণবীর ! ব্যাপারটা একটু খোলসা করা যাক ৷

সলমনের সঙ্গে ‘এক থা টাইগার’-এর পর জুটি বাঁধতে দেখা যায়নি ক্যাটরিনা কাইফকে ৷ ছবির যে অফার আসেনি তা নয় ৷ তবুও ক্যাটরিনা কোনওভাবেই জুটি বাঁধছিল না সলমনের সঙ্গে ৷ অন্যদিকে রণবীরের সঙ্গে ব্রেকআপ নিয়ে বলিউড গুঞ্জনে ক্যাটরিনা ইন থিং ৷ সঙ্গে অনুরাগ বাসুর নতুন ছবি ‘জগ্গা জাসুস’-এর শ্যুটিং ৷ এই সময়ই বলিউডের গুঞ্জনে এল কবীর খানের নতুন ছবি ‘টিউবলাইট’-এ নাকি সলমনের সঙ্গে দেখা যেতে পারে ক্যাটরিনা কাইফকে৷ কিন্তু এই খবরকে একেবারেই গুজব বলে উড়িয়ে দিলেন পরিচালক কবীর নিজেই ৷ কবীরের কথায়, ‘টিউবলাইট ছবিতে ক্যাটরিনা নয়, রয়েছে নতুন এক হিরোইন ৷ ’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অন্যদিকে ‘জগ্গা জাসুস’ ছবির শ্যুটিং শেষ হতে না হতেই ক্যাটরিনা ও রণবীরকে জুটি বানিয়ে নতুন ছবি তৈরির খবর ভেসে বলিউডে ৷ ছবির নাম ‘ফুদ্দু’ ! পরিচালক সুনীল সুব্রমণি ৷ এই ছবিতে নাকি ফের রোম্যান্স করতে দেখা যাবে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফকে ৷ ছবিটি মুক্তি পেতে পারে ২০১৭ সালের শেষদিকে !

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
সলমনের টিউবলাইট থেকে বাদ, রণবীরের সঙ্গে ফুদ্দু ! জানেন কে?