TRENDING:

সলমনের টিউবলাইট থেকে বাদ, রণবীরের সঙ্গে ফুদ্দু ! জানেন কে?

Last Updated:

এ যেন দড়ি টানাটানি খেলা ৷ আর দড়ির মাঝে সুন্দরী ক্যাটরিনা কাইফ ! আর দড়ি দু’প্রান্তে ? আর কে, একদিকে সলমন ! অন্যদিকে রণবীর কাপুর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এ যেন দড়ি টানাটানি খেলা ৷ আর দড়ির মাঝে সুন্দরী ক্যাটরিনা কাইফ ! আর দড়ি দু’প্রান্তে ? আর কে, একদিকে সলমন ! অন্যদিকে রণবীর কাপুর ৷
advertisement

না কোনও নতুন ছবির গল্প নয়, না কোনও বাস্তব লড়াই ৷ তবে ক্যাটরিনাকে মাঝখানে রেখে দুই ফিল্মি লড়াইয়ে মেতে সল্লু ও রণবীর ! ব্যাপারটা একটু খোলসা করা যাক ৷

সলমনের সঙ্গে ‘এক থা টাইগার’-এর পর জুটি বাঁধতে দেখা যায়নি ক্যাটরিনা কাইফকে ৷ ছবির যে অফার আসেনি তা নয় ৷ তবুও ক্যাটরিনা কোনওভাবেই জুটি বাঁধছিল না সলমনের সঙ্গে ৷ অন্যদিকে রণবীরের সঙ্গে ব্রেকআপ নিয়ে বলিউড গুঞ্জনে ক্যাটরিনা ইন থিং ৷ সঙ্গে অনুরাগ বাসুর নতুন ছবি ‘জগ্গা জাসুস’-এর শ্যুটিং ৷ এই সময়ই বলিউডের গুঞ্জনে এল কবীর খানের নতুন ছবি ‘টিউবলাইট’-এ নাকি সলমনের সঙ্গে দেখা যেতে পারে ক্যাটরিনা কাইফকে৷ কিন্তু এই খবরকে একেবারেই গুজব বলে উড়িয়ে দিলেন পরিচালক কবীর নিজেই ৷ কবীরের কথায়, ‘টিউবলাইট ছবিতে ক্যাটরিনা নয়, রয়েছে নতুন এক হিরোইন ৷ ’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

অন্যদিকে ‘জগ্গা জাসুস’ ছবির শ্যুটিং শেষ হতে না হতেই ক্যাটরিনা ও রণবীরকে জুটি বানিয়ে নতুন ছবি তৈরির খবর ভেসে বলিউডে ৷ ছবির নাম ‘ফুদ্দু’ ! পরিচালক সুনীল সুব্রমণি ৷ এই ছবিতে নাকি ফের রোম্যান্স করতে দেখা যাবে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফকে ৷ ছবিটি মুক্তি পেতে পারে ২০১৭ সালের শেষদিকে !

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
সলমনের টিউবলাইট থেকে বাদ, রণবীরের সঙ্গে ফুদ্দু ! জানেন কে?