কী আছে সেই উপহারের মধ্যে? শোনা যাচ্ছে সেই বিশেষ উপহারের ডালিতে নাকি সাজানো আছে মিষ্টি, ক্যাটরিনার প্রিয় ডার্ক চকোলেট, এবং অবশ্যই নোনতা খাবার৷ এখানেই শেষ নয়৷ কৌশল পরিবারের কাছ থেকে ক্যাটরিনা নাকি পেয়েছেন বেশ কিছু গয়না ও অনেক শাড়ি৷
আরও পড়ুন : পরিবারের সদস্যরা পাশে থাকলেও এ বারের দীপাবলি অমিতাভের কাছে সম্পূর্ণ অন্যরকমের
advertisement
বি টাউনের বাতাসে এখন গুঞ্জন, ডিসেম্বরে রাজস্থানে বিয়ে করবেন ভিকি এবং ক্যাটরিনা৷ ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নক্সায় তৈরি পোশাকই নাকি বিয়েতে পরবেন তাঁরা৷
সর্বভারতীয় এ সংবাদমাধ্যমে প্রকাশিত, ক্যাটরিনাকে নাকি প্রোপোজও করে ফেলেছেন ভিকি৷ বিয়ের প্রস্তাব দেওয়ার ধরনটিও নাকি ছিল বেশ অভিনব৷ ক্যাটরিনার প্রিয় দোকান থেকে নাকি ব্রাউনি কিনেছিলেন ভিকি৷ সেটা সাজিয়ে দিয়েই প্রোপোজ করেছিলেন প্রেয়সীকে৷
আরও পড়ুন : পঞ্চপ্রদীপে নিষ্ঠাপূর্ণ আরতির পাশাপাশি ফুলডোরে বাঁধা ঝুলনায় দীপাবলি নিক-প্রিয়াঙ্কার
এরকমও শোনা যাচ্ছে যে রাজস্থানি সংস্কৃতির বিশেষ ভক্ত ক্যাটরিনা৷ বিয়েতে সাজতেও চান ঐতিহ্যবাহী রূপেই৷ ক্যাটরিনা এবং ভিকি একে অন্যের প্রেমে হাবুডুবু খাচ্ছেন বলেও শোনা গিয়েছে৷ মিষ্টি স্বভাবের জন্যই নাকি ক্যাট মন জয় করেছেন ভিকি কৌশলের৷
আরও পড়ুন : ‘এ আমার ঘর হতে পারে না’, ফেলে আসা দিল্লি নিয়ে উদ্বেগ মীরা রাজপুতের বার্তায়
কাজের দিকেও এই জুটি ইদানীং বিরাজ করছেন খ্যাতি ও ব্যস্ততার মধ্যগগনে৷ ‘সূর্যবংশী’-র সাফল্য তারিয়ে তারিয়ে উপভোগ করছেন ক্যাটরিনা৷ আগামীতে তিনি সলমন খান এবং ইমরান হসমীর সঙ্গে অভিনয় করবেন ‘টাইগার থ্রি’ ছবিতে৷ পাশাপাশি ভিকিকে দেখা যাবে মেঘনা গুলজারের পরিচালনায় স্যাম মানেকশ’-র বায়োপিকে৷