TRENDING:

মেকআপ ভ্যানে রণবীরকে ঢুকতে দিলেন না ক্যাটরিনা !

Last Updated:

তাহলে কী ব্যাপারটা সত্যি? একেবারেই গুজব নয় ? রণবীর তো ক্যাটকে একা ছেড়ে ফিরলেন বাবার বাড়িতে ! সম্পর্ক কী শেষ ? ক্যাটরিনাও মুখ খুলছেন না, রণবীর তো তথৈ বচ ৷ তাহলে কেন শ্যুটিং ফ্লোরে রীতিমতো রণবীরকে অপমান করে বসলেন ক্যাটরিনা কাইফ !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: তাহলে কী ব্যাপারটা সত্যি? একেবারেই গুজব নয় ? রণবীর তো ক্যাটকে একা ছেড়ে ফিরলেন বাবার বাড়িতে ! সম্পর্ক কী শেষ ? ক্যাটরিনাও মুখ খুলছেন না, রণবীর তো তথৈ বচ ৷ তাহলে কেন শ্যুটিং ফ্লোরে রীতিমতো রণবীরকে অপমান করে বসলেন ক্যাটরিনা কাইফ ! নিজেরে মেকআপ ভ্যানের দরজা বন্ধ করে দিলেন রণবীরের মুখে উপর ৷ ক্যাটরিনা চাইছেন কী? ব্রেকআপ ? নাকি অন্য কিছু ৷ ধোঁয়াশায় গোটা মায়ানগরী ৷
advertisement

ঘটনাটি ঘটেছে অনুরাগ বসু-র নতুন ছবি ‘জগ্গা জাশুস’-এর শ্যুটিং ফ্লোরে ৷ এতদিন একটাই মেকআপ ভ্যানে কাজ সারতেন ক্যাটরিনা-রণবীর ৷ কিন্তু হঠাৎ ঘটল অন্য ঘটনা ৷ রাত তখন ৮টা ৷ ফ্লোরে শট রেডি করছেন পরিচালক অনুরাগ বসু ৷ মেকআপ ভ্যানে মেক নিতে ব্যস্ত ক্যাটরিনা কাইফ ৷ অনুরাগের কথায়, মেকআপ করতে ভ্যানে যেতে চাইলেন রণবীর কাপুর ! ব্যস, ভ্যানের সামনে এসেই বিপত্তি ৷ রণবীরের মুখের উপর দরজা বন্ধ করে ক্যাটরিনা জানালনে, ‘নো এন্ট্রি ! ব্যস্ত আছি ৷’ শুধু ভ্যান কাণ্ডই নয়, শট দিতে এসেও চুপচাপ ছিলেন দু’জনে ৷ ক্যামেরা বন্ধ হওয়ার পর কোনও কথাই বলেননি ক্যাটরিনা-রণবীর ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
মেকআপ ভ্যানে রণবীরকে ঢুকতে দিলেন না ক্যাটরিনা !