TRENDING:

Kashmera Shah:শিশুশিল্পীকে নিজের উন্মুক্ত বুকে টেনে নিলেন কাশ্মীরা শাহ, মহেশ মঞ্জরেকরের ছবি ঘিরে বিতর্ক

Last Updated:

অভিনেত্রী কাশ্মীরা শাহ ( Kashmera Shah) একটি বাচ্চা ছেলেকে নিজের বুকে টেনে ধরছেন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
kk#মুম্বই: বিতর্ক-সমালোচনার শীর্ষে অভিনেতা-পরিচালক মহেশ মঞ্জরেকরের মরাঠি ছবি ‘নায় ভরন ভাট লোঞ্চা কোন নায় কোঞ্চা’! চলতি মাসের ১৪ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি, তার আগের দিন মুক্তি পেয়েছিল ট্রেলার, আর তা দেখেই শুরু হল হইচই, পড়ল হুলুস্থুল! ছবির একটি দৃশ্য নিয়ে প্রবল আপত্তি দর্শকমহলে! তীব্র প্রতিবাদ জানায় জাতীয় মহিলা কমিশন-ও (National Commission for Women NCW)। শেষমেশ ছবির নির্মাতারা বাধ্য হন ছবি থেকে দশ্যটি ছেঁটে ফেলতে!
advertisement

আরও পড়ুন:বলিউডের একাধিক বিখ্যাত নাচের রূপকার পণ্ডিত বিরজু মহারাজ, দেখুন ভিডিও

‘নায় ভরন ভাট লোঞ্চা কোন নায় কোঞ্চা’ মুক্তির আগের দিন-ই দৃশ্যটি বাদ দিয়ে দেন নির্মাতার। ছবির ইউনিটের এক সদস্যের থেকে জানা যায়, বৃহস্পতিবার ট্রেলার মুক্তির পরই শুরু হয় ঝামেলা! নির্মাতারা ছবি থেকে বেশ কিছু দৃশ্য কেটে বাদ দিয়ে দেন!'' এবার প্রশ্ন হল, কী দৃশ্য বাদ পড়ল? ট্রেলারে দেখা গিয়েছিল, অভিনেত্রী কাশ্মীরা শাহ ( Kashmera Shah) একটি বাচ্চা ছেলেকে নিজের বুকে টেনে ধরছেন। এই দৃশ্যটি নিয়েই প্রবল আপত্তি জানায় দর্শক থেকে মহিলা কমিশন! জানা যায়, শুধু এই দৃশ্যটিই নয়, ছবি মুক্তির আগের মুহূর্তে আরও বেশ কয়েকটি সিন কেটে ফেলা হয়! এরমধ্যে ছিল ১২ সেকেন্ডের একটি ন্যুড দৃশ্য। বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যও কাঁচি চালিয়ে ছোট করা হয়েছে। বাদ দেওয়া হয়েছে ছবির ৫০ শতাংশ 'আপত্তিকর' সংলাপও! যদিও, গত সপ্তাহেই ‘এ’ (প্রাপ্তবয়স্কদের জন্য ছবি) শংসাপত্র নিয়ে দ্য সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর কাছ থেকে ছাড়পত্র পেয়েছিল ছবিটি, কিন্তু ট্রেলার মুক্তি পেতেই বিপত্তির মুখে নির্মাতারা! ধেয়ে আসে একের পর এক বিতর্ক! কেন একটি বাচ্চাকে নিয়ে তৈরি হল অ্যাডাল্ট দৃশ্য? প্রশ্ন দর্শক ও কমিশনের!

advertisement

আরও পড়ুন:কত্থকের কিংবদন্তি বিরজু মহারাজের প্রয়াণে শোকবার্তা প্রধানমন্ত্রীর, মন খারাপ আরও অনেকের...

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মহেশ মঞ্জরেকর নির্দেশিত এই ছবিতে বেশ কিছু ‘আপত্তিকর’ দৃশ্য রয়েছে বলে অভিযোগ তুলেছিলেন মহারাষ্ট্রের ভারতীয় স্ত্রী শক্তি সংগঠনের সদস্যরা। তাঁরা জাতীয় মহিলা কমিশনে একটি অভিযোগপত্র পাঠান। তার পরেই কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা বিষয়টি নিয়ে আপত্তি তোলেন। ‘নেটমাধ্যমে অপ্রাপ্তবয়স্কদের নিয়ে যৌনতাপূর্ণ বিষয়বস্তু প্রকাশ’-এর সমালোচনা করেছেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kashmera Shah:শিশুশিল্পীকে নিজের উন্মুক্ত বুকে টেনে নিলেন কাশ্মীরা শাহ, মহেশ মঞ্জরেকরের ছবি ঘিরে বিতর্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল