আরও পড়ুন: ফিরছে মঞ্জুলিকা! ‘ভুল ভুলাইয়া ৩’-এ ফের হাড়হিম করা ভয় দেখাবেন বিদ্যা! মুখ্য ভূমিকায় কি অক্ষয়ও
সূত্রের খবর, এই ছবিতে বাঙালি এক অভিনেতার প্রয়োজন ছিল। টলিউডের একাধিক তাবড় তারকা নাকি অডিশন দিয়েছিলেন, কিন্তু কেউই সুযোগ পাননি। তাঁদের বদলে বেছে নেওয়া হয়েছে নাট্যজগতের তরুণ অভিনেতা তনভিরুল ইসলামকে।
advertisement
২০০৭ সালে ‘ভুল ভুলাইয়া’ মুক্তি পেয়েছিল। মুখ্য ভূমিকায় অভিন করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন অক্ষয় কুমার। ২০২২ সালে মুক্তি পায় ‘ভুল ভুলাইয়া ২’। দ্বিতীয় ছবিতে কার্তিক মুখ্য ভূমিকায় কাজ করেছিলেন। যেখানে কার্তিকের সঙ্গে দেখা গিয়েছিল টাব্বু এবং কিয়ারা আডবাণীকে।
তবে তৃতীয় কিস্তিতে কার্তিকের বিপরীতে দেখা যাবে তৃপ্তি ডিমরিকে। ১৭ বছর পরে প্রথম কিস্তির মতো তৃতীয় কিস্তিতে ফিরছেন বিদ্যা বালন। টাব্বুর পর আবার ‘মঞ্জুলিকা’র চরিত্রে বিদ্যার আগমন নিয়ে সকলেই খুশি।