শেহজাদার প্রথম গান নিয়ে ইতিমধ্যেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেপ্রমীরা। শেহজাদের প্রথম গান প্রকাশের খবর নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকেই নেটিজেনদের কাছে পৌঁছে দিলেন কার্তিক আরিয়ান নিজেই। গানটি কার গাওয়া তাও জানিয়ে দিলেন অভিনেতা।
আরও পড়ুন: বাহুবলীকে টেক্কা দিতে পারল কি পাঠান? আগাম বুকিংয়ে ব্যবসার নিরিখে বাদশা কত নম্বরে, জানুন
advertisement
শেহজাদার এই গানটি অরিজিৎ সিং-এর গাওয়া বলেই জানা গিয়েছে। কার্তিক ট্যুইট করে লিখেছেন, 'আমার মুখ আর অরিজিৎয়ের গান, সঙ্গে আগুনের ইমোও শেয়ার করেছেন এই অভিনেতা। এর থেকেই বোঝাই যাচ্ছে শেহজাদার নতুন গান দর্শকমহলে বেশ আলোরণ ফেলতে পারে বলেই মনে করছেন কার্তিক। তিনি আরও লিখেছেন 'আমার ছবিতে অরিজিৎ-এর গান থাকবে না তা কখনও হতেই পারে না' ।
ট্যুইটটি শেয়ার করা মাত্রই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে পোস্টটিতে। অরিজিতের এই নতুন গান শোনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন অরিজিৎ প্রেমীরা। সব মিলিয়ে বলা যেতেই পারে শেহজাদার এই নতুন গান নিয়ে বেশ ভাল রকমই প্রত্যাশা জেগেছে দর্শক মহলে।