TRENDING:

STOP CORONA ! করোনা নিয়ে গান বানিয়ে ফেললেন কার্তিক,ভিডিও দুম করে ভাইরাল

Last Updated:

সেলিব্রিটিরা এমনিতেই সোশ্যাল মিডিয়াতে দারুণ অ্যাক্টিভ ৷ কী খাচ্ছেন, কী পরছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন তার সবই আপডেট তাঁরা সোশ্যাল মিডিয়াতে জানাতে সবচেয়ে বেশি পছন্দ করেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সেলিব্রিটিরা এমনিতেই সোশ্যাল মিডিয়াতে দারুণ অ্যাক্টিভ ৷ কী খাচ্ছেন, কী পরছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন তার সবই আপডেট তাঁরা সোশ্যাল মিডিয়াতে জানাতে সবচেয়ে বেশি পছন্দ করেন ৷ এখন তো আবার ঘরবন্দি দশা ৷ তাই বাইরের কাজ যখন বন্ধ, তাই ঘরেতেই অঢেল সময় ৷ এই অঢেল সময়ে সেলিব্রিটিরা ঠিক কী করছেন, তা জানার উৎসাহ থাকেই! ঠিক যেমন কেউ রান্না করছেন, কেউ ছবি আঁকছেন, কেউ গান করছেন, কেউ নাচ করছেন ৷
advertisement

এর আগে দেশবাসীকে করোনা নিয়ে সতর্ক করার জন্য ভিডিও পোস্ট করেছিলেন কার্তিক আরিয়ান৷ তারপর আবার নিজের বাসন মাজার ভিডিও আপলোড করেছিলেন সোশ্যাল মিডিয়ায় ৷ তবে এবার করোনা নিয়ে বানিয়ে ফেললেন গান ৷ গানের কথাতেও উঠে এল করোনা থেকে বাঁচতে ঠিক কী কী করা উচিত সেসব কথা ৷ ইতিমধ্যেই কার্তিকের এই গান ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

advertisement

দেখুন সেই গান----

বাংলা খবর/ খবর/বিনোদন/
STOP CORONA ! করোনা নিয়ে গান বানিয়ে ফেললেন কার্তিক,ভিডিও দুম করে ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল