একটি ছবিতে দেখা গিয়েছে প্রিয় বন্ধু ও বডিগার্ড সচিনের গলা টিপে ধরে রয়েছেন কার্তিক আরিয়ান। ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়েছে। সচিনের স্ত্রী সুরেখাও পাশে দাঁড়িয়ে পোজ দিয়েছেন ক্যামেরায়। অন্য অতিথিরাও এসে ছবি তুলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতার সঙ্গে। ছবি শেয়ার করে কার্তিক লিখেছেন, 'শুভেচ্ছা, সচিন ও সুরেখাকে। বিবাহিত জীবন সুখের হোক'।
advertisement
আরও পড়ুন: স্বচ্ছ পোশাকে নোরার লাস্যময়ী ফটোশ্যুট, ছবি নিমেষে ভাইরাল
আরও পড়ুন: ১-২-১০০ নয়, এই আংটিতে কতগুলি হিরে রয়েছে জানলে মাথা ঘুরে যাবে! রেকর্ড দেশের
কার্তিকের বিয়ে বাড়ির অনুষ্ঠানে গিয়ে এমন মজা করার কাণ্ড দেখে খুশি তাঁর ভক্তরাও। অনেকেই লিখেছেন, বডিগার্ডেরও তো বিয়ে হয়ে গেল। এবার আপনিও বিয়েটা সারুন। বলিউডে পা রাখার পর থেকে একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে কার্তিকের। তালিকায় রয়েছেন কৃতী শ্যানন, সারা আলি খান। যদিও সেই প্রেমগুলি টেকেনি একটাও। সামনেই কিয়ারা আডবাণীর সঙ্গে কার্তিকের সত্যপ্রেমকথা ছবিটি মুক্তি পাবে।