রাহুলের উদ্দেশ্যে তিনি লেখেন, ‘আপনাকে আন্তরিক অভিনন্দন। গান্ধিজির মতোই আপনিও পথে হেঁটে মানুষের হৃদয়ে পৌঁছে গিয়েছেন। তাঁর মতোই আপনিও দেখিয়েছেন নম্রতার পথে হেঁটেও পৃথিবীর শক্তিকে নাড়িয়ে দেওয়া যায়। ভালবাসা আর নম্রতা দিয়েই।’
আরও পড়ুন: মুখোমুখি মমতা-সলমন! হল কথাবার্তা, ছবি তোলা, দেখে নিন দু’জনের সাক্ষাতের অ্যালবাম
আরও পড়ুন: এ কোন জালে ফাঁসলেন উরফি, চা খেতে গিয়ে নাজেহাল অবস্থা! তোলপাড় নেটপাড়া
এখানেই থেমে যাননি কমল। তিনি আরও লেখেন, ‘আপনি আস্থা রেখেছিলেন যে, কর্ণাটকের জনগণ বিভাজনের মানসিকতাকে প্রত্যাখ্যান করবে। এ বার তাঁরা আপনার উপর ভরসা রেখেছে। শুধুমাত্র এই জয়ের জন্য আপনাকে শুভেচ্ছা জানাব না। যে ভাবে জিতেছেন, তার জন্যও জানাব।’
রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’য় অংশ নিয়েছিলেন কমলও। তারই একটি ছবি এই লেখার সঙ্গে জুড়ে দিয়েছেন তিনি। রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা কর্ণাটকে কংগ্রেসের এই জয়ে বিপুল ভূমিকা নিয়েছে বলে মনে করেছেন অনেকেই৷ যে যে কেন্দ্র দিয়ে রাহুলের ভারত জোড়ো যাত্রা গিয়েছে, সেগুলির বেশিরভাগ আসনেই জয় পেয়েছে কংগ্রেস৷