Urfi Javed: এ কোন জালে ফাঁসলেন উরফি, চা খেতে গিয়ে নাজেহাল অবস্থা! তোলপাড় নেটপাড়া

Last Updated:

Urfi Javed: একটি গাড়িতে বসে রয়েছেন উরফি, মুখের সামনে নেটের ব্যারিকেড৷ এটাই হল তার পোশাক৷ এই পোশাক পরেই চা খেতে পারছেন না তিনি৷

এ কোন জালে ফাঁসলেন উরফি, চা খেতে গিয়ে নাজেহাল অবস্থা! তোলপাড় নেটপাড়া
এ কোন জালে ফাঁসলেন উরফি, চা খেতে গিয়ে নাজেহাল অবস্থা! তোলপাড় নেটপাড়া
মুম্বই: উরফি জাভেদকে নিয়ে চর্চা চলছে জোরকদমে৷ বর্তমানে মায়ানগরীর অন্যতম চর্চিত তারকা তিনি৷ হামেশাই নেটদুনিয়ায় উদ্ভট পোশাক পরে ভক্তদের চমকে দেন তিনি৷ তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই এমন নানা কাণ্ড তাকে করতে দেখা যায়৷ সম্প্রতি এমন এক উদ্ভট পোশাক পরে রাস্তায় বেরিয়ে সকলের অ্যাটেনশন কেড়ে নিয়েছেন ফ্যাশনিস্তা৷
বর্তমানে টেলিভিশনের পর্দায় একটি জনপ্রিয় নাম উরফি৷ বিশেষ করে তার সৃজনশীল পোশাকের জন্য তিনি বিশেষ পরিচিত৷ ফ্যাশনিস্তা এবার জালের পোশাক পরে চমকে দিয়েছেন, সেই ভিডিও নিমেষে ভাইরাল হয়েছে৷ ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গাড়িতে বসে রয়েছেন উরফি, মুখের সামনে নেটের ব্যারিকেড৷ এটাই হল তার পোশাক৷ এই পোশাক পরেই চা খেতে পারছেন না তিনি৷ তারপরে অবশ্য উপায় বার করে ঘাড় ঘুরিয়ে ব্যারিকেডের সাইড থেকে চা পান করছেন৷ ভিডিও পোস্ট করে লেখেন-যখন চা খাওয়া বেশি জরুরি হয়৷
advertisement

View this post on Instagram

A post shared by Uorfi (@urf7i)

advertisement
advertisement
উরফির এই নয়া অবতার দেখা মাত্রই কমেন্টে ভরিয়ে দিয়েছেন ভক্তরা৷ পোশাক নিয়ে আপনার চিন্তাভাবনা যেখানে শেষ হয়, সেখান থেকেই উরফি ছুরি-কাঁচি চালাতে শুরু করেন৷ তাকে ট্রোল করুন কিংবা ঘৃণা করুন কিন্তু তাকে উপেক্ষা করতে পারবেন না। নিত্যদিনই পোশাক নিয়ে বিতর্কের মুখে পড়েন । বিশেষ করে শিরোনামে থাকতেই খুল্লামখুল্লা হওয়াটা যেন জলভাত তাঁর কাছে। সম্প্রতি, উরফি জাভেদ টিভি শো স্প্লিটসভিলার ১৪ তম সিজনে একজন মিসচিফ মেকার হিসাবে উপস্থিত হয়েছিলেন। এছাড়াও খতরো কে খিলাড়ির আসন্ন সিজনের জন্যও তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে উরফি অনুষ্ঠানটি প্রত্যাখ্যান করেছেন বলে জানা গিয়েছে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Urfi Javed: এ কোন জালে ফাঁসলেন উরফি, চা খেতে গিয়ে নাজেহাল অবস্থা! তোলপাড় নেটপাড়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement