TRENDING:

Karisma Kapoor ex husband Sunjay Kapur Death: বিরাট দুঃসংবাদ বলিউডে! প্রয়াত হলেন করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর, মাত্র ৫৩-বছরে সব শেষ!

Last Updated:

Karisma Kapoor ex husband Sunjay Kapur Death: বিনোদন জগতে নেমে এল বিরাট শোকের ছায়া৷ প্রয়াত হলেন বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী তথা বিখ্যাত শিল্পপতি সঞ্জয় কাপুর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বিনোদন জগতে নেমে এল বিরাট শোকের ছায়া৷ প্রয়াত হলেন বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী তথা বিখ্যাত শিল্পপতি সঞ্জয় কাপুর মৃত্যুকালে সঞ্জয় কাপুরের বয়স হয়েছিল৫৩ বছর৷ সূত্র থেকে জানা গেছে, পোলো খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন শিল্পপতি সঞ্জয় কাপুর ।
News18
News18
advertisement

বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী এবং শিল্পপতি সঞ্জয় কাপুর পোলো খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে যে, ঘটনাটি ঘটেছিল একটি ম্যাচ চলাকালীন,এবং তাৎক্ষণিক চিকিৎসার পরেও তাকে বাঁচানো যায়নি। আচমকা সঞ্জয়ের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে বলিউডে৷

আরও পড়ুন-ভয়ঙ্কর শক্তি বাড়ছে সূর্যের…! এক ইশারায় কাঁপবে ত্রিলোক, রাজা হবে এই ৪ রাশি, লাগবে ‘জ্যাকপট’, খুলবে বন্ধ ভাগ্য

advertisement

নয়ের দশকে প্রথম সারির অভিনেত্রীর মধ্যে অন্যতম ছিলেন করিশ্মা কাপুর। একের পর এক হিট ছবি,অভিনয় দক্ষতা দিয়ে খুব কম সময়েই জনপ্রিয়তার শিখরে পৌছেছিলেন নায়িকা। পেশাগত জীবনে কাঙ্ক্ষিত সাফল্য পেলেও তাঁর ব্যক্তিগত জীবন ছিল টালমাটাল। ২০০৩ সালে করিশ্মা বিয়ে করেন দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে।শুরুতে সুখের সংসার হলেও পরে তা ভেঙে পড়ে তাসের ঘরের মতো। বিয়ের ১৩ বছরের মাথায় বিচ্ছেদ হয় তাঁদের।

advertisement

আরও পড়ুন-বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার ‘সহবাস’…! মাত্র ৩৪ বছরেই সব শেষ! রেখে গেছিলেন একটা চিঠি, কেঁপে উঠেছিল চলচ্চিত্র জগত, কে এই নায়িকা?

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বিয়ের পর করিশ্মা এবং সঞ্জয়ের দুই ছেলেমেয়ে হয়। সামাইরা এবং কিয়ান রাজ কাপুর। ছেলের জন্মের আগে থেকেই দু’জনের মধ্যে অনেক বিবাদ ছিল। কিন্তু তা শুধু পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বিচ্ছেদ প্রক্রিয়া চলাকালীন দু’জনেই একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন। করিশ্মা স্বামী সঞ্জয় কাপুরের বিরুদ্ধে থানায় অভিযোগও করেছিলেন। দুই ছেলে মেয়েকে রেখে অকালেই না ফেরার দেশে চলে গেলেন সঞ্জয় কাপুর৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Karisma Kapoor ex husband Sunjay Kapur Death: বিরাট দুঃসংবাদ বলিউডে! প্রয়াত হলেন করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর, মাত্র ৫৩-বছরে সব শেষ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল