বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী এবং শিল্পপতি সঞ্জয় কাপুর পোলো খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে যে, ঘটনাটি ঘটেছিল একটি ম্যাচ চলাকালীন,এবং তাৎক্ষণিক চিকিৎসার পরেও তাকে বাঁচানো যায়নি। আচমকা সঞ্জয়ের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে বলিউডে৷
advertisement
নয়ের দশকে প্রথম সারির অভিনেত্রীর মধ্যে অন্যতম ছিলেন করিশ্মা কাপুর। একের পর এক হিট ছবি,অভিনয় দক্ষতা দিয়ে খুব কম সময়েই জনপ্রিয়তার শিখরে পৌছেছিলেন নায়িকা। পেশাগত জীবনে কাঙ্ক্ষিত সাফল্য পেলেও তাঁর ব্যক্তিগত জীবন ছিল টালমাটাল। ২০০৩ সালে করিশ্মা বিয়ে করেন দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে।শুরুতে সুখের সংসার হলেও পরে তা ভেঙে পড়ে তাসের ঘরের মতো। বিয়ের ১৩ বছরের মাথায় বিচ্ছেদ হয় তাঁদের।
বিয়ের পর করিশ্মা এবং সঞ্জয়ের দুই ছেলেমেয়ে হয়। সামাইরা এবং কিয়ান রাজ কাপুর। ছেলের জন্মের আগে থেকেই দু’জনের মধ্যে অনেক বিবাদ ছিল। কিন্তু তা শুধু পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বিচ্ছেদ প্রক্রিয়া চলাকালীন দু’জনেই একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন। করিশ্মা স্বামী সঞ্জয় কাপুরের বিরুদ্ধে থানায় অভিযোগও করেছিলেন। দুই ছেলে মেয়েকে রেখে অকালেই না ফেরার দেশে চলে গেলেন সঞ্জয় কাপুর৷