আরও পড়ুন: দীপিকা-ক্যাটরিনাকে বলে বলে গোল, বাঙালি অনুষ্কা সেন এখন নতুন হার্টথ্রব! চেনেন?
আরও পড়ুন: আচমকা হার্ট অ্যাটাক শ্রেয়স তলপড়ের, কেমন আছেন অভিনেতা? আরোগ্য কামনায় ভক্তরা
অভিনেত্রীদের রাউন্ড টেবিল সাক্ষাৎকারে করিনাকে প্রশ্ন করেন সিদ্ধার্থ মালহোত্রা। সইফের সঙ্গে করিনার ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য নিয়ে জানতে চান সিদ্ধার্থ। করিনা প্রশ্ন শুনেই হেসেই খুন। তিনি জানান, ‘এর আগে থেকেই তো ডেটিং করছিলাম। অডিশনও চলছিল। ফলে কাজটা ভাল হয়েছে।’ কাজল মজা করে ফুট কাটেন, ‘ব্যক্তিগত অডিশন’।
পাঁচ বছর লিভ টুগেদারের পর বিয়ে করেন সইফ আলি খান ও করিনা কাপুর। সইফের সঙ্গে বিয়ে করার আগেকার বিভিন্ন স্মৃতি রোমন্থন করেন করিনা ওই সাক্ষাৎকারে। জানান, তাঁরা একসঙ্গে সন্তান জন্ম দিতে চান বলে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০১৬ সালে প্রথম ছেলে তৈমুর ও ২০২১ সালে দ্বিতীয় ছেলে জেহ-র জন্ম দেন করিনা।
করিনা জানান, পরিবার ও সন্তানদের সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক তাঁর। বরাবরই নিজের সন্তানদের সামনে প্রাণ খুলে বাঁচতে চেয়েছেন করিনা। সন্তান জন্ম দেওয়ার জন্যই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন করিনা ও সইফ। নয়তো লিভ টুগেদার করছিলেন তাঁরা অনেক আগে থেকেই। কিন্তু জীবনের সমস্ত অনুভূতি সন্তানদের সঙ্গে ভাগ করে নেওয়ার তাগিদেই এই সিদ্ধান্ত নেন সইফিনা।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F