সেখানেও আজ ইদের আনন্দে মেতেছেন সলমন খান, আমির খান, শাহরুখ খান থেকে শুরু করে সইফ আলি খান। সকলেই নিজেদের কাছের মানুষ ও পরিবারের সঙ্গে এই দিনটাকে আনন্দ করে কাটান। সেই নিয়মের বাইরে যাননি নবাব পরিবার। ইদের দিনে করিনা কাপুর খান, সইফ আলি খানকে দেখা গেল তাঁর দুই ছেলে তৈমুর ও জেহকে নিয়ে পরিবারের সঙ্গে দিন কাটাতে।
advertisement
সঙ্গে ছিলেন সোহা আলি খান, কুনাল খেমু এবং তাঁদের আদরের মেয়ে। সইফের বড় বোন সাবা আলি খানকেও দেখা গেল এই উৎসবে মাততে। যদিও শর্মিলা ঠাকুরকে এই উৎসবের ছবিতে দেখা যায়নি। কারণ বেশির ভাগ সময় নিজের দিল্লির বাড়িতেই থাকেন শর্মিলা। কিন্তু বাকি পরিবার মুম্বইতে। তাই এই দিনে এক সঙ্গে কাটানোটা মাস্ট।
কিন্তু মুশকিল হল ইদের দিনেও মনে কষ্ট থেকে গেল করিনা কাপুর খানের। আজ ভেবেছিলেন তিনি একটা দারুণ পারিবারিক ছবি তুলবেন। এবং সেটা সোশ্যাল মাধ্যমে পোস্ট করবেন। ছবি তো তিনি পোস্ট করেছেন। তবে সেটা ঠিক পারফেক্ট হল না। আর তার কারণ তিন খুদে। তৈমুর, জেহ এবং সোহা-কুনালের মেয়েকে এক জায়গায় স্থির রাখাই মুশকিল। আর তাতেই সব ঘেটে ঘ।
আরও পড়ুন: ইদের দিনে কী করছেন নুসরত? শুভেচ্ছা-বার্তায় কী বললেন নায়িকা? রইল ভিডিও
করিনা এই ছবি পোস্ট করে লিখলনে, " ইদ মুবারক। আমি সব সময় পরিবারের সঙ্গে একটা পারফেক্ট ছবি তুলতে চাই। কিন্তু কিছুতেই হয় না।" কারণ ছবিতে করিনা ঠিক-ঠাক পোজ দিলেও তিন খুদে ছটফটানি আটকায় কে। তৈমুরের চোখে হাত। জেহ খাচ্ছে আঙুল। আর সোহার মেয়ে তো হাত তুলে নাচা শুরু করেছে। যদিও ছবিটি বেশ মজার। কিন্তু করিনার মতে পারফেক্ট নয়। যদিও বোঝাই যাচ্ছে এ কথা তিনি ভালোবেসেই লিখেছেন।