TRENDING:

Kareena Kapoor Khan: ইদের দিনেও দুই ছেলেকে নিয়ে কষ্টে করিনা ! কী এমন করলো জেহ-তৈমুর? ভাইরাল

Last Updated:

Kareena Kapoor Khan: ইদের দিনেও খুশি হতে পারলেন না করিনা কাপুর খান। কারণ তাঁর দুই ছেলে! কষ্টের কথা জানিয়ে দিলেন নায়িকা!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  খুশির ইদে মেতে উঠেছেন সাধারণ মানুষ থেকে সেলেবরা। ২৯ থেকে ৩০ দিনের রোজা পালনের পর ইদের চাঁদ দর্শন। এবং আনন্দে মেতে ওঠার দিন আজ। মুসলিম ধর্মের মানুষদের কাছে সব সময় পবিত্রের এবং আনন্দের এই দিন। টলিউডেও চোখে পড়েছে ইদ উদযাপনের ছবি। সাংসদ-অভিনেত্রী নুসরত ইতিমধ্যেই তাঁর ইনস্টাগ্রাম পোস্টে সকলকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন। পিছিয়ে নেই বি-টাউনও।
advertisement

সেখানেও আজ ইদের আনন্দে মেতেছেন সলমন খান, আমির খান, শাহরুখ খান থেকে শুরু করে সইফ আলি খান। সকলেই নিজেদের কাছের মানুষ ও পরিবারের সঙ্গে এই দিনটাকে আনন্দ করে কাটান। সেই নিয়মের বাইরে যাননি নবাব পরিবার। ইদের দিনে করিনা কাপুর খান, সইফ আলি খানকে দেখা গেল তাঁর দুই ছেলে তৈমুর ও জেহকে নিয়ে পরিবারের সঙ্গে দিন কাটাতে।

advertisement

সঙ্গে ছিলেন সোহা আলি খান, কুনাল খেমু এবং তাঁদের আদরের মেয়ে। সইফের বড় বোন সাবা আলি খানকেও দেখা গেল এই উৎসবে মাততে। যদিও শর্মিলা ঠাকুরকে এই উৎসবের ছবিতে দেখা যায়নি। কারণ বেশির ভাগ সময় নিজের দিল্লির বাড়িতেই থাকেন শর্মিলা। কিন্তু বাকি পরিবার মুম্বইতে। তাই এই দিনে এক সঙ্গে কাটানোটা মাস্ট।

advertisement

কিন্তু মুশকিল হল ইদের দিনেও মনে কষ্ট থেকে গেল করিনা কাপুর খানের। আজ ভেবেছিলেন তিনি একটা দারুণ পারিবারিক ছবি তুলবেন। এবং সেটা সোশ্যাল মাধ্যমে পোস্ট করবেন। ছবি তো তিনি পোস্ট করেছেন। তবে সেটা ঠিক পারফেক্ট হল না। আর তার কারণ তিন খুদে। তৈমুর, জেহ এবং সোহা-কুনালের মেয়েকে এক জায়গায় স্থির রাখাই মুশকিল। আর তাতেই সব ঘেটে ঘ।

advertisement

আরও পড়ুন: ইদের দিনে কী করছেন নুসরত? শুভেচ্ছা-বার্তায় কী বললেন নায়িকা? রইল ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

করিনা এই ছবি পোস্ট করে লিখলনে, " ইদ মুবারক। আমি সব সময় পরিবারের সঙ্গে একটা পারফেক্ট ছবি তুলতে চাই। কিন্তু কিছুতেই হয় না।" কারণ ছবিতে করিনা ঠিক-ঠাক পোজ দিলেও তিন খুদে ছটফটানি আটকায় কে। তৈমুরের চোখে হাত। জেহ খাচ্ছে আঙুল। আর সোহার মেয়ে তো হাত তুলে নাচা শুরু করেছে। যদিও ছবিটি বেশ মজার। কিন্তু করিনার মতে পারফেক্ট নয়। যদিও বোঝাই যাচ্ছে এ কথা তিনি ভালোবেসেই লিখেছেন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kareena Kapoor Khan: ইদের দিনেও দুই ছেলেকে নিয়ে কষ্টে করিনা ! কী এমন করলো জেহ-তৈমুর? ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল