আরও পড়ুন:শুরু নতুন সংসার...ভিকি-ক্যাটরিনার নতুন ফ্ল্যাটের অন্দর ঠিক কেমন দেখতে? দেখুন ছবি --
বিবৃতিতে BMC জানিয়েছে, '' করিনা কাপুর খানের বাসস্থল সিল করে দেওয়া হয়েছে। অভিনেত্রী এখনও সঠিক করে জানাননি তাঁর সংস্পর্শে কতজন এসেছে, আমাদের আধিকারিকরা তা খুঁজে বের করার চেষ্টা করছে।''
বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC)- এর অভিযোগ, '' এই করোনা আবহে করিনা কাপুর খান ও অমৃতা অরোরা করোনা-বিধি উপেক্ষা করে একাধিক পার্টিতে গিয়েছেন। সেই সমস্ত মানুষ যাঁরা এই দুই অভিনেত্রীর সংস্পর্শে এসেছেন, তাঁদের শীঘ্র আরটিপিসিআর পরীক্ষার নির্দেশ দেওয়া হচ্ছে।''
advertisement
করিনা অবশ্য এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন (Kareena Kapoor Covid Positive)। তাঁর মুখপাত্র জানান, আগাগোড়া লকডাউন সবরকমের সাবধানতা অবলম্বন করেছেন করিনা। দুর্ভাগ্যবশত এক জায়গায় নৈশভোজে গিয়ে তিনি আর অমৃতা করোনায় আক্রান্ত হয়েছেন। সেখানেই এক ব্যক্তি অসুস্থ ছিলেন, তিনি কাশছিলেন, তাঁর থেকেই সম্ভবত আক্রান্ত হয়েছেন দুই অভিনেত্রী।''
আরও পড়ুন:বিয়েতে ক্যাটরিনাকে কোটি কোটি টাকার উপহার দুই 'প্রাক্তন' সলমান ও রণবীরের!
করোনার মধ্যেও বিভিন্ন সময়ে বিভিন্ন পার্টিতে দেখা গিয়েছে করিনা এবং অমৃতাকে ৷ দিন কয়েক আগেই করিশ্মা কাপুরের বাড়িতে ঘরোয়া পার্টিতে হাজির ছিলেন করিনা। সঙ্গী বন্ধু অমৃতা অরোরা এবং মাসাবা গুপ্ত। সোনম কাপুর এবং রিয়া কাপুরের সঙ্গে নৈশভোজে দেখা যায় তাঁকে।