সম্প্রতি ‘কফি উইথ করণ’ সিজন ৮-এ আসেন ননদ-বৌদি জুটি করিনা কাপুর ও আলিয়া ভাট। প্রতিবার করিনা কাপুর অতিথি হিসেবে আসেন তবে এইবারও তাঁর ব্যতিক্রম হল না৷ খোলামেলা আড্ডায় সেখানে এসেই বেফাঁস মন্তব্য করেন অভিনেত্রী৷
আরও পড়ুন- নায়ক না নায়িকা? ফ্রক পরা এই খুদে বিখ্যাত পরিবারের সন্তান! কাঁপাচ্ছে টলিউডও, বলুন তো কে এই তারকা?
আরও পড়ুন- ‘হবু বউকে কন্ট্রোলে রেখো’, সৌম্যকে উপদেশ সৌরভের, শুনে কী বললেন সন্দীপ্তা?
মেয়ে রাহার প্রসঙ্গ উঠতেই আলিয়া বলেন, আমাদের দুজনের মধ্যে মেয়েকে নিয়ে ঝামেলা শুরু হয় কে বেশিক্ষণ ওঁর সঙ্গে কাটাবে৷ আলিয়া এই কথা বলতে না বলতেই করিনা বলে ওঠেন, এক কাজ করো,দ্বিতীয় সন্তানের পরিকল্পনা শুরু করে দাও৷ তা হলে দুজনের কাছে দুটো সন্তান থাকবে৷ ননদের কথা শুনে খানিক লাজুক হেসে ফেলেন আলিয়া৷ তবে কি দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করেছেন রণবীর ও আলিয়া? আলিয়ার হাসি দেখে জোর জল্পনা শুরু হয়েছে নেটদুনিয়ায়৷