অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা, শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর, শাহরুখ খানের মেয়ে সুহানা খানের ডেবিউ হবে জোয়া আখতারের এই ছবি দিয়েই। অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। এদিকে ছবির প্রথম রিভিউ প্রকাশ পেয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। শোনা গেল, সুহানা, অগস্ত্য এবং খুশি ভাল অভিনয় করেছেন৷
ইনস্টাগ্রামে প্রথম রিভিউ প্রকাশ করেন করণ জোহর। তাঁর মুখ থেকেই শুনে নেওয়া যাক, কেমন হল শাহরুখ-কন্যার প্রথম ছবি।
করণ লিখলেন, ‘অ্যাংলো ইন্ডিয়ানদের একটি শহর যার নাম রিভারডেল। ১৯৬৪ সাল। এবং ক্রেডিট রোল থেকে আপনি সরাসরি জোয়া আখতারের জগতে প্রবেশ করবেন। এবং তাঁর নৈপুণ্যে আপনার চোখ আটকে যাবে। প্রোডাকশন ডিজাইন, সিনেমাটোগ্রাফি, কোরিওগ্রাফি, কস্টিউম ডিজাইন, সবকিছু দেখে চমকে যাবেন।’
আরও পড়ুন: নিজের সুবিধার জন্য ব্যবহার করে সরিয়ে দেবেন! শাহরুখের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বাঙালি গায়কের
করণ ছবির পরিচালক জোয়া এবং প্রযোজক রীমা কাগতির প্রশংসায় পঞ্চমুখ। করণের কথায়, ‘জোয়া এবং রীমা শুধুমাত্র জেনজি (নতুন প্রজন্ম)-দের বন্ধুত্ব এবং প্রেমের আঘাত সম্পর্কে কথা বলেছে, তা-ই নয়, এক কিশোর-মন যখন নিজেদের যৌন চাহিদা নিয়ে বা কোন লিঙ্গের প্রতি আকর্ষণ তৈরি হবে, সেসব নিয়ে ভাবনা চিন্তা শুরু করে, তখন তারা কী অনুভব করে, কীভাবে সবকিছুর বিরোধিতা করে, লড়াই করে (ছবিতে আমার সবথেকে প্রিয় অংশ এটাই) খুব সুন্দর ভাবে দেখানো হয়েছে। খুব সূক্ষ্মভাবে জলবায়ু পরিবর্তন, সংখ্যালঘুদের কণ্ঠস্বর এবং অন্যায়ের জন্য আন্দোলনের প্রয়োজনীয়তাকে তুলে ধরা হয়েছে।’
ছবি দেখতে দেখতে নিজেকে তরুণ মনে হচ্ছিল করণের। এই সাতটি চরিত্রের বন্ধু হতে ইচ্ছা করছিল। সেই সময়টায় ফিরে যেতে চাই যখন এই দুর্দান্ত কমিক সিরিজ পড়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিয়েছি।
লেখার একদম শেষে প্রত্যেকের অভিনয় নিয়ে কথা বললেন করণ। অগস্ত্যের বিষয়ে বললেন, তিনি দুর্দান্ত। এত জটিল এবং মাঝেমধ্যে অপছন্দের একটা চরিত্রকে যে এত ভালবাসা যায়, সেটা নাকি করে দেখিয়েছেন অগস্ত্য। মিহির আহুজাকে নিয়ে করণ জানালেন, তার কমিক টাইমিং দারুণ। একইসঙ্গে আবেগপূর্ণ একটি চরিত্রে দারুণ অভিনয় মিহিরের। অদিতি সায়গলের অভিনয়ও খুব ভাল লেগেছে তাঁর। সূর্যালোকের মতো উজ্জ্বল যেন।
খুশি কাপুরকে নিয়ে করণ লিখলেন, ‘বেটি হিসেবে সবচেয়ে সুন্দর করে আমার মন ভেঙেছে খুশি। তার নীরব অভিনয়গুলি দেখবেন। এবং ওই করুণা, প্রেম ভরা চোখ… সবরকম ভাবে মন ভাঙতে পারে।’ সুহানাকে নিয়ে লিখলেন করণ, ‘ভেরোনিকা একটু ঢঙ, ছলনা, লালিত্য মাখা। প্রচুর কায়দা আছে আবার খুবই আবেগপূর্ণ। একজন প্রবীণ অভিনেত্রীর মতো দক্ষতা দিয়ে অভিনয় করেছে সে। গ্রিন পার্ককে জয় করতে এসেছে সুহানা।’
যুবরাজের অভিনয়ও ভাল লেগেছে করণের। তরুণের অভিনয়ে চোখে জল এসে গিয়েছিল করণের। একইরকম ভাবে প্রশংসা করেছেন বেদাংয়ের। করণের মতে, একজন নায়কের মতো কায়দা আছে তাঁর চালচলনে।