TRENDING:

যমজ সন্তানের ছবি শেয়ার করলেন বাবা করণ জোহর

Last Updated:

ভাই বোন তাই রাখীর দিনই তাদের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করলেন বাবা করণ জোহর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ভাই বোন তাই রাখীর দিনই তাদের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করলেন বাবা করণ জোহর। সদ্য ছ’মাস পার করেছে খুদে যশ ও রুহি জোহর। সারোগেসির সাহায‍্যে বাবা হয়েছেন পরিচালক করণ। যমজ সন্তানদের জন্মের পর থেকেই তাদের এক ঝলক দেখার কৌতুহল ছিল করণ ফ‍্যানেদের মধ‍্যে। রাখীর দিনে ফ‍্যানেদের সেই সাধপূরণ করলেন করণ জোহর। ছবিতে ঠাকুমা হিরূ জোহরের সঙ্গে দেখা গেল যশ ও রুহিকে।
advertisement

শেষমেশ ‘কুছ কুছ’ ঘটেই গেল করণ জোহরের জীবনে ৷ জোহর ফ্যামিলিতে ‘কভি গম’ কাটিয়ে, এল নতুন খুশি ! আগের বছরের শেষ ও নতুন বছরের শুরু থেকে কখনও নিজের পরিচালিত ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ বা নিজের বায়োগ্রাফি ‘আনসুইটেবল বয়’ নিয়ে বার বার বিতর্কে এসে করণ জোহর কেড়ে নিয়েছিলেন পুরো লাইমলাইট ৷ তবে এ সব ছাড়াও যে তিনি পেটে পেটে রেখে দিয়েছিলেন এত বড় খবর, তা প্রকাশ পেল শনিবার রাতেই !

advertisement

বাবা হলেন করণ জোহর ! না এটা কোনও বলিউড গুঞ্জন নয় ৷ নয় কোনও সিনেমার পাবলিসিটি ৷ একেবারে খাঁটি সত্যি কথা ৷ আর একথা সবাইকে শেয়ার করলেন করণ জোহর নিজেই ৷

শাহরুখ খান আগে করেছেন ৷ আমির খানও আগে এ পথে হেঁটেছেন ৷ এমনকী, কিছুদিন আগে জিতেন্দ্র পুত্র তুষার কাপুরও সারোগেসির মধ্যে দিয়ে বাচ্চার বাবা হয়েছেন ৷ এবার সেই পথেই হাঁটলেন করণ জোহর ৷ সারোগেসির মধ্যে দিয়ে দুই যমজ সন্তানের বাবা হলেন করণ জোহর ৷ যার মধ্যে একজন কন্যা সন্তান, আরেকজন পুত্র ৷ ইতিমধ্যে সন্তানদের নামও দিয়ে ফেলেছেন করণ ৷ রুহি ও যশ ৷

advertisement

ট্যুইটারে করণ লিখলেন, ‘আমি খুব আনন্দিত এটা সবার সঙ্গে শেয়ার করতে পেরে যে, আমার জীবনে নতুন অধ্যায় যোগ হল ৷ দুই সন্তানের বাবা হলাম ৷ নাম দিলাম রুহি ও যশ ৷ ’

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার বুকে রাজস্থানি মন্দির! কালীপুজোয় বড় চমক নিয়ে হাজির হৈ চৈ সংঘ
আরও দেখুন

করণকে ট্যুইটারে শুভেচ্ছা জানিয়েছেন তুষার কাপুর ও ফারহা খান ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
যমজ সন্তানের ছবি শেয়ার করলেন বাবা করণ জোহর