TRENDING:

Karan Johar: হাসবেন না কি কাঁদবেন, বুঝতে পারছেন না! আচমকা হলটা কী করণ জোহরের? জানলে অবাক হবেন আপনিও

Last Updated:

Karan Johar: পিছনে তাজ মহলের ছবি। সামনে গিটার হাতে ‘তোবা তোবা’ গাইছেন চাহাত ফতেহ আলি খান। হ্যাঁ, ‘তৌবা তৌবা’-কে ‘তোবা তোবা’ বানিয়ে দিয়েছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: হাসবেন না কি কাঁদবেন, বুঝতে পারছেন না করণ জোহর। ‘তৌবা তৌবা’ গানের যে এমন করুণ পরিণতি হতে পারে, তা শুধু করণ নন অনেকেই কল্পনা করতে পারেননি। ব্যাপারটা কী? ‘তৌবা তৌবা’-এর রিক্রিয়েট করেছেন পাকিস্তানি গায়ক চাহাত ফতেহ আলি খান। তা শুনে হাসি থামছে না নেটিজেনদের।
আচমকা হলটা কী করণ জোহরের?
আচমকা হলটা কী করণ জোহরের?
advertisement

পিছনে তাজ মহলের ছবি। সামনে গিটার হাতে ‘তোবা তোবা’ গাইছেন চাহাত ফতেহ আলি খান। হ্যাঁ, ‘তৌবা তৌবা’-কে ‘তোবা তোবা’ বানিয়ে দিয়েছেন তিনি। চাহাতের ভিডিওতে কমেন্ট করেছেন ‘তৌবা তৌবা’-এর গায়ক করণ আউজলাও। তিনি লিখেছেন, “চাচা, দয়া করুন। আর গাইবেন না।“ সঙ্গে হাপুস নয়নে কাঁদার ইমোজি।

আরও পড়ুন– ১০ টাকার এই কয়েন রয়েছে? মুহূর্তে বদলে যাবে ভাগ্য… বিরাট সুখবর আপনার জন্য, কী করতে হবে জানুন

advertisement

এক ইউজার কমেন্টে লিখেছেন, “অনেকে বেসুরে গায়। তাতে অসুবিধার কিছু নেই। কিন্তু এখানে সুর-বেসুর কিছুই তো নেই।“ আরেকজন আবার লিখেছেন, “করণ আউজলা কমেন্ট করার আগে পর্যন্ত ব্যাপারটা মজার ছিল। কিন্তু এখন আর নয়।“ আরেক ইনস্টাগ্রাম ইউজার লিখেছেন, “তওবা তওবা, আমার মেজাজটাই খারাপ করে দিলেন।“

চাহাতের গান শুনে রীতিমতো রেগে গিয়েছেন অনেকেই। একজন লিখেছেন, “হচ্ছেটা কী? আর কোনও কাজ পেলেন না।“ আরেকজন প্রশ্ন করেছেন, “গানটিকে এভাবে ধ্বংস করার অধিকার আপনাকে কে দিল?” মজার বিষয় হল, চাহাতের ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করেছেন ক্রন জোহর খোদ। ক্যাপশনে লিখেছেন, “অবশ্যই দেখুন।“ সঙ্গে টুকটুকে লাল হার্টের ইমোজি। করণ যে চাহাতের গান শুনে মজা পেয়েছেন বোঝা যায়।

advertisement

আরও পড়ুনদিঘার সমুদ্রে দানবীয়…! ছুটে এল কাতারে কাতারে মানুষ, ভয়ঙ্কর দৃশ্য দেখলে আঁতকে উঠবেন আপনিও

‘ব্যাড নিউজ’ ছবিতে ‘তৌবা তৌবা’ গানটি গেয়েছেন করণ আউজলা। গানের রচয়িতাও তিনি। ইয়ে প্রুফের সঙ্গে যৌথভাবে প্রযোজনাও করেছেন। ছবিতে মূল গানের সঙ্গে গলা মিলিয়েছেন ভিকি কৌশল এবং তৃপ্তি দিমরি। কোরিওগ্রাফার বস্কো সিজার। আনন্দ তিওয়ারি পরিচালিত এবং প্রাইম, ধর্ম প্রোডাকশন ও লিও মিডিয়া কালেকটিভ প্রযোজিত ‘ব্যাড নিউজ’ বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও ‘তৌবা তৌবা’ গানটি ব্যাপক হিট হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই গানটিকেই নতুন ভাবে বেঁধেছেন চাহাত ফতেহ আলি খান। তাঁর আসল নাম কাশিম রানা। পাকিস্তানি গায়ক কাশিম ইউটিউবে চাহাত ফতেহ আলি খান নামেই বিখ্যাত। তিনি একইসঙ্গে গায়ক, সুরকার, এন্টারটেইনার, অভিনেতা, লেখক এবং পরিচালক। মাস কয়েক আগে ‘বাদাবাদি’-এর রিমেক্স করে ভাইরাল হয়েছিলেন তিনি। পরে অবশ্য ইউটিউব সেই ভিডিও ডিলিট করে দেয়। একটি সাক্ষাৎকারে চাহাত বলেছিলেন, ক্রিকেট তাঁর প্রথম প্রেম। তবে এখন সঙ্গীতের প্রতি তাঁর অনুরাগ জন্মেছে। তাঁর মতে, “সবাই গাইতে পারেন।“ তাই যে কোনও সঙ্গীতকে নিজের মতো করে গান চাহাত। এটাই তাঁর ইউএসপি।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Karan Johar: হাসবেন না কি কাঁদবেন, বুঝতে পারছেন না! আচমকা হলটা কী করণ জোহরের? জানলে অবাক হবেন আপনিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল