কবে আসবে এই সিরিজের দ্বিতীয় সিজন? গত আগস্টে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেয়েছিল চঞ্চল চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ কারাগার প্রথম সিজন। এর পর থেকেই আলোচনায় ছিল সিরিজটি। বাংলাদেশ তো বটেই, পশ্চিমবঙ্গেও ব্যাপক জনপ্রিয় হয় সিরিজটি। 'কারাগার'-এর দ্বিতীয় পর্ব কবে মুক্তি পাবে, সেটি জানতে দর্শকের যেন তর সইছিল না।
আরও পড়ুন: প্লেটলেট কমে বাড়ছিল দুশ্চিন্তা, এখন কেমন আছেন অরিজিৎ সিংয়ের স্ত্রী কোয়েল?
advertisement
আরও পড়ুন: তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, হঠাৎ বদলে যাবে বাংলার আবহাওয়া! বড় পূর্বাভাস হাওয়া অফিসের
জানা গিয়েছে, আগামী ডিসেম্বরেই 'কারাগার'-এর দ্বিতীয় সিজন মুক্তি পেতে চলেছে। শুধু তাই নয়, জানা গিয়েছে মুক্তির তারিখও। পরিচালক সৈয়দ আহমেদ শাওকী নিজেই বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চলতি বছরের ১৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে 'কারাগার'–এর দ্বিতীয় পর্ব। সিরিজে রহস্যময় সেই কয়েদির ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, যিনি সংলাপ ছাড়া শুধু মুখভঙ্গি দিয়ে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। এবার তারই দ্বিতীয় সিজনের পালা।