আসলে কৃষ্ণা অভিষেকের ব্যাখ্যা, চুক্তির কারণেই তাঁদের হাত বাঁধা। সেই কারণেই এই শোয়ের সিজন ১ শেষ হচ্ছে। ই-টাইমসের কাছে তিনি বলেন যে, “আরে আমাদের শো বন্ধ হচ্ছে না। এটা তো স্রেফ প্রথম সিজনটা শেষ হচ্ছে। আসলে সিজন ১-এ আমাদের চুক্তি শেষ হচ্ছে।”
আরও পড়ুন: ট্রেনের মিডল বার্থে টিকিট কেটেছেন? ইচ্ছে হলেই ঘুমাতে পারবেন না, নির্দিষ্ট নিয়ম আছে রেলের
advertisement
গত ৩০ মার্চ, ২০২৪ তারিখে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’ নেটফ্লিক্সে প্রিমিয়ার হয়েছিল। ওই এপিসোডে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন রণবীর কাপুর, নীতু কাপুর এবং ঋদ্ধিমা কাপুর সাহানি। এর পাশাপাশি এই শোয়ে এসেছেন দিলজিৎ দোসাঞ্জ, পরিণীতি চোপড়া, ইমতিয়াজ আলি, ভিকি কৌশল, সানি কৌশল, ববি দেওল এবং সানি দেওল-সহ বলিউডের নামীদামি তারকারা। শোয়ের আসন্ন পর্বে বিশ্ববরেণ্য জনপ্রিয় গায়ক এড শিরানকে দেখা যাবে।
যদিও চলতি মাসের গোড়ার দিকে এটা জানা গিয়েছিল যে, কপিল শর্মা ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর শেষ এপিসোডের শ্যুটিং শেষ করেছেন। এর ফলে ভক্তরা জল্পনা করেছেন যে, কম টিআরপি থাকার কারণে শো শেষ হয়ে যাচ্ছে।
News18 Showsha-র সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে কিকু এই শো শেষ হওয়ার বিষয়টাকে ‘সাময়িক’ বলে আখ্যা দিয়েছেন। তিনি নিশ্চিত করে জানিয়েছেন যে, সাময়িক বিরতির পরে এই শোয়ের দ্বিতীয় সিজন আসতে চলেছে। কিকুর কথায়, “আমরা মোট ১৩টি এপিসোড বানিয়েছি। খুব শীঘ্রই দ্বিতীয় সিজন আসছে। আমরা শুধু প্রথম সিজনটা শেষ করেছি। এটা এমনই হওয়ার কথা ছিল। আমাদের পরিকল্পনা আগে থেকেই করা রয়েছে। ফলে তা শীঘ্রই আসবে। তবে দুই এপিসোডের মধ্যে বিশাল ব্যবধান থাকবে না।” অবশ্য কিকু এ-ও স্বীকার করে নিয়েছেন যে, টেলিভিশনে এই শো বেশি সময় ধরে চলত। কিন্তু ভিন্ন ফরম্যাটে কিছু করার জন্যই তাঁরা ডিজিটাল প্ল্যাটফর্মে শিফট করেছেন।