সত্যি বলতে কী কপিল শর্মা শো না হয়ে নামটা কপিল শর্মা কনট্রোভার্সিয়াল শো হলেই যেন ভাল হত! শুরু থেকেই এই সম্প্রতি একের পর এক বিতর্কে জড়িয়েছে দেশের অন্যতম জনপ্রিয় এই কমেডি শো। কখনও শহিদ জওয়ান, কখনও বা রবীন্দ্রনাথ ঠাকুর- বিতর্কের কেন্দ্র শুধু বদলে গিয়েছে। এবার কি সেই রকম ভাবেই বিচারকে বদল?
advertisement
প্রশ্নটা উঠেছে সম্প্রতি কপিল শর্মার শোয়ের নতুন এপিসোডের প্রোমোতে বিচারকের আসনে ফের নভজ্যোত সিং সিধুকে দেখতে পাওয়ায়। সঙ্গে সঙ্গে তা নিয়ে দেশ তোলপাড়! তবে আদতে কী ঘটছে, তা জানার জন্য প্রোমোতে চোখ রাখাই উচিত হবে।
আরও পড়ুন: ডিসেম্বর থেকে পিল পিল করে দিঘায় ছুটবেন পর্যটক, ২-৩ দিনে ঘুরে আসা আর হবে না! কেন জানেন?
সেখানে কপিল শর্মা এমন ভাব করছেন যেন অর্চনা পূরণ সিংয়ের চেহারায় কিছু বদল এসেছে এবং এখন তাঁকে নভজ্যোত সিং সিধুর মতো দেখতে হয়ে গিয়েছে। শোনা মাত্রই নভজ্যোত সিং সিধু সঙ্গে সঙ্গে ঘোষণা করেছেন যে এটা আদতেই তিনি, অন্য কেউ নন।
অর্চনা পূরণ সিংও চুপ করে বসে থাকেননি। প্রোমোতে দেখা যাচ্ছে যে তিনি সোজা মঞ্চে গিয়ে উঠেছেন এবং কপিল শর্মার কথা মাঝপথে থামিয়ে তাঁকে বলেছেন, কপিল, সর্দার সাবকে আমার চেয়ার ছেড়ে দিতে বলো! উনি আমার জায়গা দখল করে রেখেছেন!
আরও পড়ুন: ‘বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে!’ এবার ‘নাম’ বলে দিলেন সঞ্জয়! আরজি কর বিচারপর্বের শুরুতেই ‘বিস্ফোরণ’
এর পরেই চমক! দেখা গিয়েছে প্রোমোতে ক্রিকেট তারকা হরভজন সিংকে, তিনি স্পষ্ট পক্ষ নিয়ে বলছেন যে নভজ্যোত সিং সিধুর চেয়ে ভাল বিচারক আর কেউ হতেই পারেন না, সে যতই কেউ তাঁর জায়গা নিন না কেন!
বিতর্ক আরও বাড়ার আগেই এর পর নির্মাতাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে এই সবটাই সাজানো! আসলে নভজ্যোত সিং সিধু বিচারক হয়ে নয়, ওই বিশেষ এপিসোডে এসেছেন অতিথি হয়ে। যেখানে অতিথি হিসেবে স্ত্রী গীতা বসরার সঙ্গে উপস্থিত থাকছেন হরভজন সিংও।
বলে রাখা ভাল, ২০১৯ সালে পুলওয়ামা ঘটনা নিয়ে মন্তব্যের জেরে কপিল শর্মা শো থেকে নির্মাতারা নভজ্যোত সিং সিধুকে সরিয়ে দেন। নভজ্যোত সিং সিধু নিজে অবশ্য এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন অন্য কথা। জানিয়েছিলেন বিধান সভা সেশনের জন্য তিনি শোয়ের শ্যুটিংয়ে হাজিরা দিতে পারছেন না!