মুক্তির দিনেই রীতিমতো বাজিমাত করেছে ভুলভুলাইয়া ২। বোঝা যাচ্ছে, আরও বেশ কিছুদিন এই ছবি চলবে রমরমিয়ে। কিন্তু এর জেরেই সমস্যা পড়েছে কঙ্গনার ধকাড়। বক্স অফিসে নাকি একেবারেই ভাল ব্যবসা করছে না এই ছবি। ছবির ট্রেলার সাড়া ফেললেও প্রথম দিন মাত্র ৫০ লক্ষ টাকার ব্যবসা করেছে এই ছবি। যার জেরে বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে ছবিটি বাতিল করে দেওয়া হচ্ছে। কারণ তেমন কেউই ছবিটি দেখতে আসছে না।
advertisement
কঙ্গনার ধকাড় বাতিল করে সেই জায়গায় দেখানো হচ্ছে কার্তিক ও কিয়ারার ছবি ভুলভুলাইয়া ২। এক সূত্রের কথায়, "কিছু প্রেক্ষাগৃহে মাত্র ১০-১৫ জন ছবিটি দেখতে এসেছিলেন। আর তাই বহু জায়গায় বাতিল করে দেওয়া হয়েছে। তাই এবার ধকাড়-এর বদলে দেখানো হবে ভুলভুলাইয়া ২।"
আরও পড়ুন- পরিবার নিয়ে বাঁচতেন অভিষেক! তাঁর স্মৃতি আঁকড়েই দিন কাটছে সংযুক্তা-ডলের
এই ছবির জন্য বহু পরিশ্রম করেছেন কঙ্গনা। তাঁর অভিনয়ও প্রশংসিত হয়েছে। কিন্তু ছবি হিসেবে ধকাড় সেভাবে পছন্দ হয়নি অধিকাংশ দর্শকদের। যার ফলে বক্স অফিসে প্রায় মুখ থুবড়ে পড়েছে এই ছবি। অন্যদিকে বক্স অফিসে রমরমিয়ে চলছে ভুলভুলাইয়া ২।
