Home » Photo » entertainment » Abhishek Chatterjee : পরিবার নিয়ে বাঁচতেন অভিষেক! তাঁর স্মৃতি আঁকড়েই দিন কাটছে সংযুক্তা-ডলের
Abhishek Chatterjee : পরিবার নিয়ে বাঁচতেন অভিষেক! তাঁর স্মৃতি আঁকড়েই দিন কাটছে সংযুক্তা-ডলের
Abhishek Chatterjee : অভিষেক চট্টোপাধ্যায় ছিলেন এমন একজন মানুষ যিনি পরিবারকে রাখতেন সর্বাগ্রে। আর তাই এখনও তাঁর স্মৃতিতে ডুবে রয়েছেন স্ত্রী সংযুক্তা ও মেয়ে ডল।
প্রতিদিন শ্যুটিং, ব্যস্ততা। এসবের পরেও প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় ছিলেন এমন একজন মানুষ যিনি পরিবারকে রাখতেন সর্বাগ্রে। আর তাই এখনও তাঁর স্মৃতিতে ডুবে রয়েছেন স্ত্রী সংযুক্তা ও মেয়ে ডল।
2/ 7
প্রায়ই অভিষেককে নিয়ে নানা পোস্ট করেন সংযুক্তা। অভিষেকের ফেসবুক পেজ থেকেই স্মৃতিচারণা করেন তিনি। বিভিন্ন অদেখা ছবিও শেয়ার করেন।
3/ 7
রবিবার আবার এক পারিবারিক ছবি শেয়ার করলেন সংযুক্তা। এই ছবিতেও মেয়ে ও স্ত্রীর সঙ্গে আনন্দে মেনে অভিষেক। সমুদ্রের তীরে স্ত্রী কন্যাকে সঙ্গে নিয়ে অভিষেকের এই ছবি দেখে আবেগপ্রবণ হয়েছেন নেটিজেন।
4/ 7
সেই ছবির তলায় অভিষেকের অনুরাগী ও বন্ধুরাও তাঁকে নিয়ে স্মৃতিচারণণা করেছেন। এমনই বহু পুরনো ছবি শেয়ার করেন অভিষেকের স্ত্রী।
5/ 7
ছবিগুলি দেখেই বোঝা যায়, কতটা গোছানো সুখের পরিবার ছিল অভিষেকের। জন্মদিন হোক বা অন্য কোনও উৎসব পরিবারের সঙ্গেই সময় কাটাতেন অভিনেতা।
6/ 7
পুজো আচ্ছার প্রতি বিশেষ আগ্রহ ছিল অভিষেকের। নিজে হাতে বাড়িতে দুর্গাপুজো থেকে শুরু করে দীপাবলি সমস্ত করতেন।
7/ 7
যে মানুষটা পরিবারের সঙ্গে এতটা জড়িয়ে ছিলেন, যাঁর উপস্থিতিতে গোটা বাড়ি গম গম করত। তাঁর অনুপস্থিতি আজ যেন শুধুই শূন্যতা। আর তাই তাঁর স্মৃতিকে আঁকড়ে ধরেই এগিয়ে চলছেন সংযুক্তা ও ডল।