advertisement
তবে রিয়ার হয়ে বলিউডের অনেকেই দাঁড়াতে শুরু করেছিলেন। কিন্তু কঙ্গনার এই অফিস ভাঙার প্রতিবাদ করতে দেখা যায়নি কাউকে। তবে অভিনেত্রী দিয়া মির্জা ট্যুইট করে লেখেন, "কঙ্গনার অফিস ভেঙে দেওয়াটা অন্যায় হয়েছে। ঠিক যেভাবে সবাই রিয়ার বিরোধিতা করছে তাও অন্যায়। আমি কোনও ঘটনার সঙ্গেই সহমত নই মনে রাখবেন এমনটা আপনার সঙ্গেও হতে পারে।" এই প্রথম দিয়া কিছুটা হলেও কঙ্গনার পক্ষ নিয়ে লেখেন। তবে সোনম কাপুর ফের উসকে দিলেন কঙ্গনাকে। তিনি ট্যুইট করে লেখেন, 'একটা চোখের বদলায় আর একটা চোখ। ঠিকই আছে। নয়তো পুরো পৃথিবীকে অন্ধ হতে হবে।" নাম না করেই কঙ্গনাকেই ইঙ্গিত করেন সোনম। তবে চুপ থাকেন পাঙ্গা-কুইন। এই ট্যুইটের পাল্টা জবাব দেন তিনি । বলেন, 'মাফিয়ারা হঠাৎ আমার ঘরের বিষয় নিয়ে চিন্তা দেখিয়ে রিয়ার জন্য বিচার চাইছেন। আমার তুলনা দয়া করে কোনও ড্রাগচক্রের সঙ্গে জড়িত কারও সাথে করবেন না। এটা আমার নিজের লড়াই। আপনাদের নাক না গলালেও চলবে।" এই ট্যুইট করে কঙ্গনা শুধু সোনম না দিয়া মির্জাকেও জবাব দিয়েছেন।