যদিও পরিচালক জানিয়ে দিয়েছিলেন যে, তিনি তৃতীয় ভাগের কথা ভাবেনইনি। কিন্তু মনে হচ্ছে, তনু আর মনুর গল্প এখনও শেষ হয়নি। কারণ নিউজ ১৮-র সঙ্গে এক বিশেষ আলাপচারিতায় আনন্দ এল রাই জানান, এই ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিয়ে যেতে চান তিনি। আসলে ‘তনু ওয়েডস মনু’ একটা ফ্র্যাঞ্চাইজিই বটে! তাই এটা তৃতীয় ভাগের দাবি রাখে। আর এর কারণ হল, চরিত্রগুলি খুবই সুন্দর। আর তা আরও সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছিলেন মাধবন আর কঙ্গনাও। এমনকী ওই চরিত্রগুলি গল্পের থেকেও বেশি হয়ে উঠেছে।
advertisement
রাই আরও বলেন যে, “তনু ওয়েডস মনু দারুণ ভাবে শেষ হয়েছে। আর গল্পও শেষ হয়ে গিয়েছে। কিন্তু চরিত্রগুলিও প্রত্যাবর্তনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। যার কারণে আমরা একটা অন্য গল্প তৈরি করতে পেরেছি।”
গত বছর অভিনেত্রী কঙ্গনা রানাউত স্বয়ং ‘তনু ওয়েডস মনু ৩’-এ থাকার বিষয়ে সীলমোহর দিয়েছেন। যদিও পরিচালক স্পষ্ট করে জানান যে, গল্প এখনও ঠিক হয়নি। তাঁর বক্তব্য, “তনু ওয়েডস মনু রিটার্নস-এ আমরা নতুন একটা চরিত্র এনেছিলাম। আর এই চরিত্রগুলির জন্যই সকলে তৃতীয় ভাগের দাবি জানাচ্ছেন। আর তনু, মনু এবং দাত্তো-র গল্প জন্য যোগ্য গল্প যে মুহূর্তেই হাতে আসবে, তখনই কাজ শুরু করে দেব আমরা।”
আরও পড়ুন-সরকারি জমিই বর্ষায় সাক্ষাৎ যম! ক্রিকেট খেলতে গিয়ে প্রাণ গেল দুই পড়ুয়ার