একটি সাক্ষাৎকারে সন্দীপকে প্রশ্ন করা হয়েছিল, ‘আপনি কি ভবিষ্যতে কঙ্গনার সঙ্গে কাজ করতে চান’? উত্তরে পরিচালক বলেন, ‘যদি সে রকম সুযোগ আসে, মনে হয় এই চরিত্রে একমাত্র কঙ্গনাই ফিট করবে, তাহলে আমি ওঁকে গল্পটা বলব। আমি কঙ্গনার অনেক ছবি দেখেছি। ওঁর অভিনয়ের ভক্ত। উনি অ্যানিমাল নিয়ে নেতিবাচক মন্তব্য করতেই পারেন। তাতে আমার কোনও অসুবিধা নেই’।
advertisement
এখানেই না থেমে সন্দীপ আরও বলেন, ‘কঙ্গনা যদি তাঁর সিনেমায় নারীবিদ্বেষী কিছু করেন বা এই বিষয়ে মন্তব্য করেন তাহলে আমি বলব, ‘আরে শুনুন, নিজের দিকে তাকান’। তবে অ্যানিমাল সম্পর্কে তিনি কী বলেছেন, কী প্রতিক্রিয়া দিয়েছেন, আমার খেয়াল নেই। আমি সত্যিই কুইন, তনু ওয়েডস ম্নু-র মতো সিনেমায় ওঁর অভিনয় মুগ্ধ হয়ে দেখেছি’।
সন্দীপের এই সাক্ষাৎকার সামনে আসার পরেই নরমে গরমে প্রতিক্রিয়া জানিয়েছেন কঙ্গনা। এক্স হ্যান্ডেলে প্রথমে সন্দীপের প্রশংসা করে তিনি হিন্দিতে লিখেছেন, ‘সমালোচনা এবং পর্যালোচনা এক জিনিস নয়। প্রতিটা শিল্পের পর্যালোচনা এবং আলোচনা হওয়া উচিত। এটা স্বাভাবিক বিষয়। আমার রিভিউ দেখার পরে সন্দীপজি যেভাবে আমার প্রতি শ্রদ্ধা দেখিয়েছেন, তাতে বলা যায়, তিনি শুধু ম্যানলি ফিল্ম করেন তাই নয়, তাঁর মনোভাবও ম্যানলি’।
এরপর কিছুটা ব্যঙ্গের সুরেই অ্যানিমাল পরিচালকের সঙ্গে কাজ করতে চান না বলে জানিয়ে দেন কঙ্গনা। তিনি লেখেন, ‘তবে আপনার সিনেমায় আমাকে নেওয়াটা ঠিক হবে না। তাহলে আপনার আলফা পুরুষ নায়করাও নারীবাদী হয়ে উঠবে। আপনার সিনেমা মার খাবে। আপনি ব্লকব্লাস্টার সিনেমা বানান, সিনেমা ইন্ডাস্ট্রির আপনাকে প্রয়োজন’।