খবরটা হল, কঙ্গনা রানাওয়াত নাকি অভিনয় ছাড়তে চলেছেন ৷ তাঁর নাকি আর অভিনয় করতে ভালো লাগছে না ৷ না কোনও গুঞ্জন নয়, বরং কঙ্গনাই জানিয়ে দিলেন তাঁর অভিনয় ছাড়তে চলার কথা ৷
সম্প্রতি মুম্বইয়ের এক ফিল্মি অনুষ্ঠানে সোজাসুজি কঙ্গনা জানিয়ে দিলেন, ‘আমার আর সিনেমায় কাজ করতে ইচ্ছে করছে না ৷ সেই একই জীবন, সেই একই কাজ ৷ কেমন একটা বোরিং হয়ে যাওয়া ৷ আমার আর অভিনয় করতে ইচ্ছেই করছে না !’
advertisement
তাহলে অভিনয় ছেড়ে কী করতে চান কঙ্গনা ! সে উত্তর নিজেই দিলেন কঙ্গনা ৷ তাঁর কথায়, ‘সমস্যা হল, অভিনয় ছাড়া আর কিছুই করতে পারি না ৷ আর যখনই কাজ ছাড়ার কথা ভাবি, তখনই ভাবি কাজ ছাড়লে, আমার বিল গুলো কীভাবে দেব ? ব্যস, আর কাজ ছাড়া হয় না ৷’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 04, 2016 3:33 PM IST