TRENDING:

তাহলে কি বলিউড ছাড়ছেন কঙ্গনা রানাওয়াত ?

Last Updated:

হঠাৎ এমন কী হল, যার জন্য এরকম বলে উঠলেন কঙ্গনা রানাওয়াত ! তাহলে কী সেই পুরনো হৃত্বিক কাব্য ! নাকি অন্য কিছু ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মু্ম্বই: হঠাৎ এমন কী হল, যার জন্য এরকম বলে উঠলেন কঙ্গনা রানাওয়াত ! তাহলে কী সেই পুরনো হৃত্বিক কাব্য ! নাকি অন্য কিছু ?
advertisement

খবরটা হল, কঙ্গনা রানাওয়াত নাকি অভিনয় ছাড়তে চলেছেন ৷ তাঁর নাকি আর অভিনয় করতে ভালো লাগছে না ৷ না কোনও গুঞ্জন নয়, বরং কঙ্গনাই জানিয়ে দিলেন তাঁর অভিনয় ছাড়তে চলার কথা ৷

সম্প্রতি মুম্বইয়ের এক ফিল্মি অনুষ্ঠানে সোজাসুজি কঙ্গনা জানিয়ে দিলেন, ‘আমার আর সিনেমায় কাজ করতে ইচ্ছে করছে না ৷ সেই একই জীবন, সেই একই কাজ ৷ কেমন একটা বোরিং হয়ে যাওয়া ৷ আমার আর অভিনয় করতে ইচ্ছেই করছে না !’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তাহলে অভিনয় ছেড়ে কী করতে চান কঙ্গনা ! সে উত্তর নিজেই দিলেন কঙ্গনা ৷ তাঁর কথায়, ‘সমস্যা হল, অভিনয় ছাড়া আর কিছুই করতে পারি না ৷ আর যখনই কাজ ছাড়ার কথা ভাবি, তখনই ভাবি কাজ ছাড়লে, আমার বিল গুলো কীভাবে দেব ? ব্যস, আর কাজ ছাড়া হয় না ৷’

বাংলা খবর/ খবর/বিনোদন/
তাহলে কি বলিউড ছাড়ছেন কঙ্গনা রানাওয়াত ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল