কী ভাবছেন? কাজলের সেই ভাললাগার মানুষ অজয় দেবগণ? তাঁদের প্রেমের আখ্যান, সুখী সংসারের কথা সকলেরই জানা। কিন্তু এই 'ক্রাশ'টির কথা জানতে হলে আরও একটু পিছিয়ে যেতে হবে।
এক সময় অক্ষয় কুমারকে ভাল লাগত কাজলের। বলিউডের সুদর্শন নায়কটিকে এক প্রকার চোখে হারাতেন অভিনেত্রী। সম্প্রতি এক রিয়্যালিটি শোয়ে সেই পুরনো দিনের কথা ফাঁস করলেন করণ জোহর। কাজলের প্রিয় বন্ধু।
advertisement
আরও পড়ুন : 'আরেকটু থাকতে দাও ওকে..', নেট মাধ্যমে সকলের কাছে আবেদন সব্যসাচীর
আরও পড়ুন : কবে রিলিজ করবে 'পুষ্পা 2'? অবশেষে জানা গেল দিনক্ষণ, জানুন
পরিচালক বলেন, "ওর অক্ষয়কে খুব ভাল লাগত।' তাঁর কথা শেষ না হতেই হেসে ওঠেন কাজল। কিন্তু করণ থামেন না। "ছবির প্রিমিয়ারে অক্ষয়ের খোঁজ করছিল কাজল। আর আমি ওর সঙ্গে ছিলাম। কে জানে, হয়তো আমিও অক্ষয়কে খুঁজছিলাম। আমরা ওঁকে খুজে পাইনি। কিন্তু একে অপরকে পেয়েছিলাম", স্মৃতির ঝাঁপি উপুড় করলেন করণ।