TRENDING:

চিন্তা নেই, সিগারেটে টান দেওয়ার কথা ভাবিনি এখনও, অজয়কে প্রকাশ্যে আশ্বাস কাজলের

Last Updated:

প্রতিযোগিতার সূচনা করে নিজেই ফলাফল শোনালেন অজয় দেবগণ। চ্যালেঞ্জের মূলে, কে কত ভাল সিগারেট হাতে নিয়ে সংলাপ বলতে পারেন। সংলাপও সিগারেট নিয়েই, থুড়ি সিগারেট না জ্বালানো নিয়ে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: তারকা দম্পতির টক্কর! কে জিতল আর হারলোই বা কে? প্রতিযোগিতার সূচনা করে নিজেই ফলাফল শোনালেন অজয় দেবগণ। চ্যালেঞ্জের মূলে, কে কত ভাল সিগারেট হাতে নিয়ে সংলাপ বলতে পারেন। সংলাপও সিগারেট নিয়েই, থুড়ি সিগারেট না জ্বালানো নিয়ে।
advertisement

দু'টি ছবির ক্লিপ  জুড়লেন অজয়। যার একটি কাজলের 'ত্রিভঙ্গ' এবং নিজের 'রানওয়ে ৩৪'-এর। দু'টি ক্লিপেই এক ধরনের সংলাপ রয়েছে।

আরও পড়ুন: 'কুছ কুছ হোতা হ্যায়'-তে শাহরুখের মেয়েকে মনে আছে? এখন দেখে চিনতে পারা মুশকিল!

প্রথমে কাজলকে দেখা যাচ্ছে ফোনে কথা বলতে। হাতে একটি সিগারেটের প্যাকেট ধরা। প্যাকেটের মুখটা ধরা। সামনে এসে দাঁড়ান এক মহিলা। কাজল ফোনে কারও সঙ্গে কথা বলছিলেন। আচমকা ওই মহিলা তাঁর সামনে চলে আসায় তিনি ধমকে ওঠেন, ''কী হয়েছে?'' মহিলা বলেন, ''ম্যাম, এখানে সিগারেট খাওয়ায় নিষেধাজ্ঞা আছে।'' কাজল প্যাকেটটি তুলে ধমক দিয়ে প্রশ্ন করেন, ''জ্বলছে কি?'' মহিলা ''না'' বলতেই কাজলের প্রশ্ন, ''তা হলে?''

advertisement

এর পরের ক্লিপেই দেখা যায়, অজয় দাঁড়িয়ে শৌচালয়ের ভিতরে। মুখে নেভানো সিগারেট। হাতে লাইটার। আর এক ব্যক্তি বেসিনে হাত ধুতে ধুতে বলেন, ''এখানে সিগারেট খাওয়া যাবে না।'' লাইটরে খুট খুট করে আওয়াজ করতে করতে অজয় ভারী গলায় বলেন, ''জ্বালাইনি তো।''

আরও পড়ুন: 'যে খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছি...' করণ জোহরের শোয়ে অকপট গৌরী খান

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ভিডিওটি পোস্ট করে অজয় তাঁর স্ত্রী প্রশংসা করে লেখেন, 'কাজল আমাকে হারিয়ে দিয়েছে।' স্বামীর পোস্টের তলায় কাজল লিখলেন, 'চিন্তা কোরো না... তাও এখনও টান দেওয়ার কথা ভাবিনি।'

বাংলা খবর/ খবর/বিনোদন/
চিন্তা নেই, সিগারেটে টান দেওয়ার কথা ভাবিনি এখনও, অজয়কে প্রকাশ্যে আশ্বাস কাজলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল