তারা স্টার৷ কিন্তু সেই স্টারডম যেন কোনওভাবেই প্রভাব না ফেলে তাদের ছেলে-মেয়ের ওপর৷ এই চেষ্টা সবসময় চালান অজয় ও কাজল৷ কিন্তু সেটা তো আর সম্ভব হয় না৷ বাবা-মায়ের সঙ্গে ছেলে-মেয়েকেও ধরা হয় ক্যামেরায়৷ কাজলের মেয়ের ছবি ন্যায়সা তো হামেশাই উঠে আসে খবরে৷ কাজল ও অজয়কেও ছেলে-মেয়েকে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়৷ অনেক সময়ই তাদের ব্যার্থাতেও টেনে আনা হয় ছেলে মেয়েকে৷ যা একেবার না পসন্দ অজয়ের৷ এভাবে সন্তানদের টেনে আনা কেন হয় সেই প্রশ্ন তুলেছেন তিনি৷
advertisement
আরও পড়ুন পরপুরুষকে চুপিসাড়ে চুমু খাচ্ছিলেন, ধরা পড়লেন দীপিকা পাড়ুকোন! ভিডিও ভাইরাল ...
এবার মেয়ের ছবিতে আসা নিয়ে কাজল জানালেন যে তিনি একেবারেই চান না এমন ঘটুক৷ কারণ মেয়ের সামনেই বোর্ডের পরীক্ষা৷ তাতেই এখন মন দিয়েছে ন্যায়সা৷ কোনওভাবেই এখন মেয়ের সামনে ছবির প্রসঙ্গই তোলা হয় না৷