কঠিন সময়ে পরিচালক অয়ন মুখোপাধ্যায় এবং অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায় রণর বাড়িতে উপস্থিত হয়েছেন। সর্বাণীর সঙ্গে কাজলের ঘনিষ্ঠ সম্পর্ক। তাঁকে মুখোপাধ্যায়ের দুর্গাপুজোর সময় সকলের সঙ্গে দেখা যায়। মনে করা হচ্ছে, কাজল তাঁর ছবি ‘মা’-এর প্রচারের ব্যস্ততার কারণে আসতে পারেননি।
পরিচালক আশুতোষ গোয়ারিকরও রণর পরিবারের সঙ্গে দেখা করতে দেখা আসেন। পারিবারিক সূত্রে তিনি অয়নের সঙ্গে সম্পর্কিত। অভিনেতা দেব মুখোপাধ্যায়ের ছেলে অয়ন। দেবের মেয়ে সুনীতার সঙ্গে বিয়ে হয় আশুতোষের।
advertisement
মার্চে অয়ন বাবা এবং প্রবীণ অভিনেতা দেব মুখোপাধ্যায় প্রয়াত হন। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে অভিনেতা গত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয় ৮৩ বছর। দেব বেশ কয়েকটি বলিউড ছবিতে অভিনয় করেছেন। যেগুলির মধ্যে রয়েছে আঁসু বান গয়ে ফুল, অভিনেত্রি, দো আঁখে, বাতোঁ বাতোঁ মে, কামিনে।
