মুম্বইয়ের সিগনেচার বিল্ডিংয়ে দু’টি ইউনিট কেনেন অজয়। অফিসটি প্রায় ১৩ হাজার ২৯৩ বর্গফুট জায়গা জুড়়ে রয়েছে। অফিসের প্রথম ইউনিটটি রয়েছে আট হাজার ৪০৫ বর্গফুট জায়গা জুড়ে। ওশিওয়াারার একটি বহুতলের ১৬ তলায় এই বিল্ডিংটি অবস্থিত। এই ইউনিটটির দাম ৩০.৩৫ কোটি টাকা।
আরও পড়ুন: জিতু এখন অতীত! ‘বিশেষ বন্ধু’র সঙ্গে গোয়ায় নবনীতা? ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল
advertisement
আরও পড়ুন: গৌরবের সঙ্গে ছবি দিতেই ত্বক নিয়ে মন্তব্য! স্পষ্ট জবাবে তাক লাগালেন দেবলীনা
দ্বিতীয় ইউনিটটি একই বহুতলের ১৭ তলায় অবস্থিত বলে জানা গিয়েছে। এটি চার হাজার ৮৯৩ বর্গফুট জায়গা জুড়ে রয়েছে। ইউনিটটি ১৪.৭৪ কোটি টাকায় কেনা হয়েছে। অভিনয়ের পাশাপাশি রিয়েল এস্টেটেও বিনিয়োগ করছেন তারকা-দম্পতি।
বেশ কিছুটা সময় পর্দা থেকে দূরে ছিলেন কাজল। আপাতত বেছে ওটিটি-তে কিছু কাজ করছেন তিনি। সম্প্রতি ‘দ্য ট্রায়াল’ ওয়েব সিরিজে দেখা যায় তাঁকে। আইনজীবীর চরিত্রে প্রশংসা কুড়িয়েছেন তিনি।