Congratulations to my dear friends @SunielVShetty & #ManaShetty for their daughter @theathiyashetty’s marriage to @klrahul. Here’s wishing the young couple a blissful married life. And, Anna, here’s a special shout-out to you on this auspicious occasion.
❤️ Ajay pic.twitter.com/n2po9KfPdo
— Ajay Devgn (@ajaydevgn) January 23, 2023
advertisement
আরও পড়ুন: ছেড়ে গিয়েও ফের রাজের কাছে ফিরলেন পরী, হুমকিও অব্যাহত! ওপার বাংলা তোলপাড়
আরও পড়ুন: ভাঙবে না পঞ্চম বিয়ে? তিনদিন ধরে রাজের বাড়িতেই আছেন পরীমণি, তবে এত জলঘোলা কেন!
জানা গিয়েছে, সোমবার বিকেল চারটে নাগাদ ছাদনাতলায় যাবেন রাহুল-আথিয়া। সুনীলের খান্ডালার বাংলোতে গাঁটছড়া বাঁধবেন তাঁরা। ধুমধাম করে নয়, কাছের বন্ধু এবং আত্মীয়-পরিজনদের উপস্থিতিতে এক হবে চার হাত।
তবে বলিউড এবং ক্রিকেট দুনিয়ার অনেকেই তাঁদের বিশেষ মুহূর্তের সাক্ষী হবেন। তালিকায় থাকতে পারেন জ্যাকি শ্রফ, সলমন খান, অক্ষয় কুমার, এম এস ধোনি এবং বিরাট কোহলির মতো একাধিক তারকা।