মঙ্গলবার সকালে জ্যোতির এই পোস্টে আর্দ্র নেটিজেনদের হৃদয় ৷ প্রয়াণের পর প্রথম জন্মদিনে শিল্পীকে ভার্চুয়াল পোস্টে স্মরণ করেছেন তাঁর অনুরাগীরাও৷ গত ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান করার পর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন কেকে ৷ তাঁর মতো জনপ্রিয় শিল্পীর আকস্মিক অকালমৃত্যু শ্রোতাদের কাছে দুঃস্বপ্নের মতো ৷ এখনও সেই দুঃস্বপ্নের ঘোর তাঁরা কাটিয়ে উঠতে পারেননি ৷
advertisement
আরও পড়ুন : প্রয়াণের পর কেকে-এর প্রথম জন্মদিন চলে এলেও ট্রোলবিদ্ধ রূপঙ্কর
আরও পড়ুন : ১৫০-র বেশি টিভি শো ও ছবিতে অভিনয়, ৩০ বছর অভিনয়ের পর সন্ন্যাস গ্রহণ অভিনেত্রীর
তাঁর গানের মতো কেকে-এর প্রেমপর্বও ছিল রূপকথার মতো ৷ একবার কপিল শর্মার শো-এ এসে তিনি বলেছিলেন জীবনে একটি মেয়ের সঙ্গেই তাঁর প্রণয়ের সম্পর্ক তৈরি হয়েছে ৷ এবং যাঁর প্রেমে পড়েছেন, সেই জ্যোতিকেই পরবর্তীতে বিয়ে করেছেন কেকে ৷ স্কুলজীবনের বান্ধবী তথা পরবর্তীতে প্রেমিকা জ্যোতিকে ১৯৯১ সালে বিয়ে করেন কেকে ৷ তখনও তাঁর গানের কেরিয়ার শুরু হয়নি ৷ পরে যখন কেকে সিদ্ধান্ত নেন গানবাজনাকেই তিনি পেশা করবেন, তাঁর পাশে ভরসার মূল স্তম্ভ হয়ে ছিলেন সহধর্মিণী জ্যোতি ৷ তাঁদের ছেলে নকুল এবং মেয়ে তামারা-ও সঙ্গীতচর্চা করেন ৷ সম্প্রতি তাঁদের বাবার জনপ্রিয় ‘ইয়ারোঁ’ গানটিকে নতুন করে গেয়েছেন দুই ভাইবোন ৷