তবে নিন্দুকরা আবার বলছেন সত্যিই কী জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা, নাকি এখানেও প্রাক্তনের সঙ্গে রেষারেষি ? কারণ সদ্যই নিজের একটি হাসুখুশি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৷ লিখেছিলেন, ‘প্রতিদিন কীভাবে জীবন কাটাব তা আমিই ঠিক করি ৷ আর আজ আমি আনন্দকে বেছে নিয়েছি ৷’
আরও পড়ুন: প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছি, জানালেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
advertisement
এই পোস্টের পরপরই সোশ্যালের দেওয়ালে একটি পোস্ট করেন জয়ও ৷ সাদা-কালো ছবিটিতে দেখা যাচ্ছে, ছাদের কার্নিশের পাশে দাঁড়িয়ে ধূমপান করছেন জয় ৷ নীচে ক্যাপশনে লেখা, ‘একেক সময় নিজের ভুল শোধরানো কঠিন হয়ে যায় ৷’ গত কয়েকদিনে ব্যক্তিগত জীবনটা একটু টালমাটাল হয়ে গিয়েছে অভিনেতার ৷ তাঁর বিরুদ্ধে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন দীর্ঘদিনের বান্ধবী সায়ন্তিকা ৷ এই অভিযোগের জেরেই গত শনিবার যাদবপুর থানার পুলিশ গ্রেফতার করে জয়কে ৷ পরে অবশ্য ব্যক্তিগত বন্ডে ছাড়া পেয়ে যান তিনি ৷ তবে জয়-সায়ন্তিকা চর্চা কমছে না ইন্ডাস্ট্রিতে ৷
আরও পড়ুন: সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আটকে হামলা, গ্রেফতার অভিনেতা জয় মুখোপাধ্যায়