অভিনেতা জয় মুখোপাধ্যায় দীর্ঘদিন কাজ করেছেন ঐন্দ্রিলা শর্মার সঙ্গে। জিয়ন কাঠি সিরিয়ালের মুখ্য চরিত্র ছিলেন ঐন্দ্রিলা-জয়। সেই অভিজ্ঞতা শেয়ার করলেন জয়। তাঁর কথায়, "তিনি জন্ম থেকেই স্টার ছিলেন। একশো দিনের বেশি একসঙ্গে কাজ করেছেন তাঁরা। এর আগেও তো শরীর খারাপ হয়েছিল, ফিরে এসেছিলেন তিনি। এইবার আর আমাদের মধ্যে নেই, ভাবতে পারছি না। খুব কষ্ট হচ্ছে।"
advertisement
প্রসঙ্গত, টলিপাড়া আজ স্তব্ধ। কান্নায় ভেঙে পড়েছে অভিনেত্রীর পরিবার। ভক্তদের মনেও কালো মেঘ। অভিনেত্রীর ভালবাসার মানুষেরাও আজ শব্দ হারিয়েছেন। বহু যুদ্ধে জয়ী হয়েও ফিরে এল না মেয়েটা।
কয়েকদিন আগেই এক রাতে শহরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ২৪ বছরের অভিনেত্রী তখন সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। শরীরের ডান দিক প্রায় অসাড় হয়ে গিয়েছিল। হাসপাতালে যাওয়ার আগে আগে বারবার বমি করছিলেন বলেও জানা যায়। retroperitoneal ewing sarcoma-এ আক্রান্ত তিনি আগে থেকেই। ডান দিকে ফুসফুসে একটি ১৯ সেন্টিমিটারের টিউমার অস্ত্রোপচার করা হয়েছিল। পরীক্ষা করে জানা যায়, ইন্ট্রাক্র্যানিয়াল হ্যামারেজে আক্রান্ত তিনি।
এরপর কাজ করেছেন মাল্টিস্টারার সিরিয়াল ‘জীবন জ্যোতি’তেও ৷ এর পর ছোটপর্দার ছবি ‘মিত্তির পাড়ার মারাদোনা’তে অভিনয়৷ জি বাংলা অরিজিনালসের 'ভোলে বাবা পার করেগা'-তে দেখা গিয়েছিল। এখন সবই নেটমাধ্য়মের সৌজন্য়ে চোখের সামনে রয়ে যাবে, তবে সবকিছু ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন বছর ২৪-এর ঐন্দ্রিলা।